পূর্ব ইউক্রেনে শান্তি রক্ষার কথা বলে রাশিয়ান সেনা পাঠানোর নির্দেশ ও দুই ‘বিচ্ছিন্নতাবাদী’ নিয়ন্ত্রিত অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পর ইউরোপের শেয়ারবাজারে লেনদেন শুরুর কয়েক মিনিটের মধ্যে ব্যাপক দরপতন হয়েছে।
জার্মান ড্যাক্স এবং ফ্রেঞ্চ সিএসি-৪০ উভয়ের বাজার মূল্য ২ শতাংশ কমেছে। অন্যদিকে ব্রিটেনের শেয়ারবাজার ইউকে এফটিএসই ১০০ কমেছে প্রায় ১ শতাংশ।
মঙ্গলবার এশিয়ার বড় শেয়ারবাজারগুলোতে ও বড় ধরনের দরপতন লক্ষ্য করা গেছে। জাপানের শেয়ারবাজার নিক্কেই-২২৫ কমেছে ১ দশমিক ৯ শতাংশ অন্যদিকে কোরিয়ার কসপি হারিযেছে ১ দশমিক ৪ শতাংশ বাজার মূল্য।
চীনের সাংহাই কম্পোজিট এবং অস্ট্রেলিয়ার এসঅ্যান্ডপি/এএসএক্স ২০০ উভয়ই ১ শতাংশের বেশি বাজার দর হারিয়েছে।
হংকং এর হ্যাং সেং সূচক কমেছে ৩ দশমিক ২ শতাংশ যা গত পাঁচ মাসের মধ্যে সবচেয়ে বড় দরপতন।
স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় মার্কিন স্টক ফিউচারের অনুরূপ পতনের আগে এশিয়ায় নিমজ্জিত হয়েছিল। ডাও হারিযেছে ৪৫৮ পয়েন্ট যা প্রায় ১ দশমিক ৪ শতাংশ অন্যদিকে এস অ্যান্ডপি ৫০০ হারিযেছে প্রায় ২ দশমিক ৩ শতাংশ।
নাসড্যাক হারিযেছে ৩ দশমিক ৩ শতাংশ।
সিএনএন থেকে অনূদিত।