logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২ ১৯:৪১
নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো

নিখোঁজের তিনদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

নিখোঁজের তিনদিন পর বরিশালের কীর্তনখোলা নদীসংলগ্ন একটি খাল থেকে আফসার আলী খান (৭৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) সকাল সাতটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আফসার আলী বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে প্রধানমন্ত্রীর দেওয়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছিলেন।

চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ জিয়াউল করীম জানান, গত ১৯ ফেব্রুয়ারি দুপুরে স্ত্রীকে সঙ্গে নিয়ে কীর্তনখোলা নদীতে গোসল করতে যান আফসার আলী। ওই সময় আফসার আলী পানিতে ডুবে যান। এ সময় স্ত্রী চিৎকার করলে আশপাশের লোকজন এসে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি।

পরে তার সন্ধানে ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডেও ডুবুরি দল কীর্তনখোলা নদীতে চারদিন অভিযান চালায়। মঙ্গলবার সকালে কীর্তনখোলা নদীসংলগ্ন একটি খালে তার মরদেহ ভেসে ওঠে।

বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি হাসনাত জামান জানান, বৃদ্ধ আফসার আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান ওসি।