logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৫৪
পররাষ্ট্র সচিবের সঙ্গে ডি-৮ এর নতুন মহাসচিবের সাক্ষাৎ
কূটনৈতিক প্রতিবেদক

পররাষ্ট্র সচিবের সঙ্গে ডি-৮ এর নতুন মহাসচিবের সাক্ষাৎ

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডি-৮ এর মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ডি-৮ এর মহাসচিব রাষ্ট্রদূত ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাক্ষাৎটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডি-৮ মহাসচিব পররাষ্ট্র সচিবকে ডি-৮ এর বিভিন্ন উদ্যোগ-বিশেষ করে বাণিজ্য উদারীকরণ, প্রযুক্তি এবং উদ্ভাবনের ক্ষেত্রে, ডি-৮ সদস্য দেশগুলোর জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরির বিষয়ে অবহিত করেন। তিনি সংগঠনের ২৫তম বার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচি পালনে সভাপতি হিসেবে বাংলাদেশের সমর্থনও চেয়েছেন।

পররাষ্ট্র সচিব সদস্য রাষ্ট্রগুলোর জন্য সুযোগ সৃষ্টিতে ডি-৮ এর উদ্যোগে বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং ডি-৮ এর পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করে আরও কার্যকর ও কার্যকরী দেখতে তার ইচ্ছা প্রকাশ করেন। একজন সদস্য রাষ্ট্রের অভিজ্ঞতা এবং দক্ষতা অন্যদের জন্য পরিপূরক ভিত্তিতে, বিশেষ করে বাণিজ্য ও বিনিয়োগে কাজে লাগিয়ে কীভাবে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আরও ভালোভাবে সহযোগিতা করা যায় তার ওপরও তিনি জোর দেন।