logo
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২২ ২২:১৪
কূটনীতিকদের সতর্ক করা হবে: পররাষ্ট্র সচিব
কূটনৈতিক প্রতিবেদক

কূটনীতিকদের সতর্ক করা হবে: পররাষ্ট্র সচিব

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে কথা বলাসহ বিভিন্ন ইস্যুতে সীমা লঙ্ঘন করলে এ বিষয়ে বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকদের সতর্ক করা হবে।

মঙ্গলবার (২২ ফ্রেব্রুয়ারি) নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

তিনি বলেন, আপনারা (সাংবাদিক) যদি নির্বাচন নিয়ে কূটনীতিকদের কাছে মন্তব্য চাইতে থাকেন তখন তারা উৎসাহ বোধ করতে পারে। আমরাতো কখনই চাইবো না আমাদের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কোনও রাষ্ট্রের হস্তক্ষেপ বা সে ধরণের মন্তব্য আসুক। সেটা যদি তারা কোনো রকম সীমা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের সাবধান করে দেব।

মাসুদ বিন মোমেন বলেন, যেহেতু তারা আমাদের উন্নয়ন সহযোগী। বাংলাদেশ নিয়ে তাদের আগ্রহ থাকতেই পারে। তবে আগ্রহ থাকা এক জিনিস আর আমাদের লেকচার দেওয়া আরেক জিনিস। যদি কোনো রকম সীমা লঙ্ঘন করে তাহলে আমরা তাদের সাবধান করে দেব।