কক্সবাজারের পেকুয়ায় নির্মাণাধীন দেশের একমাত্র সাবমেরিন নৌঘাঁটিতে কর্মরত চেন ইউকুয়ান (৫৪) নামের এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে বানৌজা শেখ হাসিনা ঘাঁটির সি-১ ব্লকের ৬ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পেকুয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী।
চেন ইউকুয়ান দীর্ঘদিন ধরে নৌঘাঁটির নির্মাণকাজে নিয়োজিত ছিলেন।
পেকুয়া থানার এসআই নাদির শাহ বলেন, চেন ইউকুয়ানের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে।
ওসি মোহাম্মদ আলী বলেন, ‘সকালে তার সহকর্মীরা ঘুম থেকে তুলতে গেলে চেন ইউকুউনকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে আনে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’