ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশ কতদূর যেতে পারবে তা নিয়ে শঙ্কার ঘাটতি ছিল না। শেষ পর্যন্ত আফিফ হোসেন ও মেহেদি হাসান মিরাজের দায়িত্বশীল ব্যাটিংয়ে বাংলাদেশ শুধু বিপর্যয় এড়িয়েছে তা নয়, জয়ের ব্যাপারে আশার আলো কিছুটা হলেও জ্বালিয়েছে। ৪৫ রানে ৬ উইকেট হারানোর পর আফিফ ও মেহেদি আফগানিস্তানের বোলারদের মোকাবেলায় করে দলকে তিন অংকের রানে পৌঁছে দিয়েছেন। ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪।
আফিফ হোসেন হাফ সেঞ্চুরির দিকে এগিয়ে চলেছেন। তার ৪০। মিরাজও তাকে অনুসরণ করে চলেছেন। ২৮ তার সংগ্রহ। এর আগে বাংলাদেশ তামিম ইকবাল (৮), লিটন দাস (১), সাকিব আল হাসান (১০), মুশফিকুর রহিম (৩), ইয়াসির আলী (০) ও মাহমুদুল্লাহ (৮) আউট হন।
ফজলহক ফারুকির আঘাতেই বাংলাদেশের এ অবস্থা। ৫ ওভারে ১৯ রানে ৪ উইকেট নেন তিনি। মুজিব ও রশিদ খান একটি করে উইকেট নেন।