চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচের এখনও অনেক দেরি। তবে আগেই নির্ধারিত হয়েছে ফাইনালের ভেন্যু। সবকিছু ঠিক থাকলে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু অনেক কিছুই ঠিক নেই। হঠাৎ করেই বিশ্ব পরিস্থিতির পরিবর্তন ঘটছে। তাই তো ফাইনালেরও ভেন্যু ঠিক না থাকার শঙ্কা জেগেছে। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার দ্বদ্বের কারণে ওই অঞ্চলের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। সে কারণেই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের ভেন্যু পরিবর্তনের চিন্তা ভাবনা করছে।
রাশিয়া ও ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। রাশিয়া এরই মধ্যেই ইউক্রেনের দুই বিদ্রোহী অঞ্চলের দিকে সেনা মোতায়েনের নির্দেশ জারি করেছে। সেখানে আক্রমণের পরিকল্পনা করছে দেশটি। এদিকে এমন পরিস্থিতি বিশ্বের নেতৃত্বস্থানীয় দেশগুলোও বসে নেই। তারাও কলকাঠি নাড়তে শুরু করেছে। এরই মধ্যে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা জারি করেছে।
এমন পরিস্থিতি উয়েফা রাশিয়ার দিকে গভীর মনোযোগে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে। শুধু তাই নয়, পরবর্তী কার্যক্রম কি হতে পারে সে ব্যাপারে আলোচনাও শুরু করেছে। এ অবস্থায় রাশিয়াতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল নাও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটির কর্মকর্তারা। উয়েফা কর্মকর্তারা জানিয়েছেন, প্রয়োজনে যে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
রাশিয়ার বর্তমান পরিস্থিতি উয়েফা এরই মধ্যে কিছু কার্যক্রম শুরু করেছে। কিছু পদক্ষেপও তারা নিয়েছে। আগামী ২ মার্চ ইউক্রেনের রাজধানী কিয়েভে যুব লিগের শেষ ষোলো লড়াইয়ের কথা ছিল। স্পোর্টিং লিসবন ও ডায়নামো কিয়েভের মধ্যেকার পূর্ব নির্ধারিত ম্যাচ তারা বাতিল করেছে। এ ম্যাচটি এখন ৯ মার্চ অনুষ্ঠিত হবে। তবে এ ব্যাপারে তারা উভয় ক্লাবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলেও জানিয়েছে।
উয়েফা কর্মকর্তারা আরও জানিয়েছে, ইউরোপিয়ান কিছু প্রতিযোগিতায় আরও কিছু পরিবর্তন আনা প্রয়োজন হতে পারে। যদিও ইউক্রেন থেকে এখন আর কোনো দলই ইউরোপিয়ান কোনো প্রতিযোগিতায় টিকে নেই। তবে রাশিয়ান ক্লাব রয়েছে। এ দেশটির ক্লাব জেনিত সেন্ট পিটার্সবুর্গ ইউরোপা লিগে খেলছে। বৃহষ্পতিবার রিয়াল বেতিসের সঙ্গে স্পেনে খেলা রয়েছে তাদের। তবে এখান থেকে তারা বাদ পড়তে পারে। কেননা নিজেদের মাঠে অনুষ্ঠিত খেলায় তারা জিততে পারেনি। রিয়াল বেতিস ৩-২ গোলে জয় পেয়েছিল।
বিশ্বকাপ বাছাই ফুটবলেও পরিবর্তন আসতে পারে। আগামী ২৪ মার্চ রাশিয়ার সঙ্গে পোল্যান্ডের প্লে অফ ম্যাচ রয়েছে। যদি তারা জয় পায় তাহলে তারা সুইডেন ও চেক প্রজাতন্ত্রের মধ্যেকার জয়ী দলের সঙ্গে খেলবে। এ ম্যাচটি ২৯ মার্চ অনুষ্ঠিত হবে।
ইউক্রেনেরও প্লে অফ ম্যাচ রয়েছে। তারা স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে। এখানকার জয়ী দল ওয়েলস বা অস্ট্রিয়ার মুখোমুখি হবে।