logo
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫১
সাকিবের জোড়া আঘাত
ক্রীড়া প্রতিবেদক

সাকিবের জোড়া আঘাত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ভালো করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। দিনের শুরুতে টস হারলে উইকেট শিকারের আনন্দে মেতেছে। এরই মধ্যে সফরকারীদের ৭ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশের বোলাররা। ৪৫ ওভার শেষে সফরকারীদের সংগ্রহ ৭ উইকেটে ১৯৭ রান। এক ওভারে ‍দুই উইকেট নিয়েছেন সাকিব আল হাসান।

নিজের দ্বিতীয় ও ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন পেসার মুস্তাফিজুর রহমান। আউট হন উইকেটরক্ষক কাম ব্যাটার রহমাতুল্লাহ গুরবাজ। এরপর উইকেট শিকারের তালিকায় নাম লিখিয়েছেন তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম। 

টস জয়ের পর আফগানিস্তান আগে ব্যাটিং নেয়। গুরবাজের সঙ্গে ইব্রাহিম জারদান ইনিংসের গোড়াপত্তন করেন। মুস্তাফিজুরের সঙ্গে তাসকিন বোলিংয়ের সূচনা করেন। প্রথম দুটো ওভার আফগানিস্তানের দুই ব্যাটার ভালোভাবে সামাল দিলেও তৃতীয় ওভারেই আফগানিস্তান উইকেট হারায়।

আফগানিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশ শক্তিশালী দল গঠন করেছে। দলের একাধিক নির্ভরযোগ্য ও সিনিয়র সদস্য দলে ফিরেছেন। এ ছাড়া এ ম্যাচে অভিষেক হচ্ছে মিডল অর্ডার ব্যাটার ইয়াসির আলীর। উভয় দলই স্পিন শক্তিতে বলীয়ান হয়ে দল সাজিয়েছে।

আফগানিস্তানের বিপক্ষে এ সিরিজটির গুরুত্ব একটু বেশিই। কেননা এ সিরিজের পয়েন্ট সুপার লিগের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমাতুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফরিদ আহমদ, ফজলহক ফারুকী।