logo
আপডেট : ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:১৩
আন্তর্জাতিক ৬ উৎসবে বাংলাদেশের ছবি

আন্তর্জাতিক ৬ উৎসবে বাংলাদেশের ছবি

২৬তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ৫২তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আগামী মার্চে তিন দেশের মোট ৬টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হবে বাংলাদেশের ছবি ‘পায়ের তলায় মাটি নাই’।

খবরটি গণমাধ্যমে নিশ্চিত করেছেন এই সিনেমার প্রযোজক আবু শাহেদ ইমন। তিনি জানান, এশিয়ার অন্যতম বৃহত্তর ও মানসম্পন্ন দুই চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর আমাদের সিনেমা এবার জাপান, ভারত ও নেপালের আরো ছয়টি চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়েছে।

যেগুলো আগামী মার্চ মাসের বিভিন্ন সময়ে প্রদর্শিত হবে। মোহাম্মদ রাব্বি মৃধার প্রথম সিনেমা ‘পায়ের তলায় মাটি নাই’। আসছে মার্চে জাপানের ওসাকা এশিয়ান চলচ্চিত্র উৎসব, ভারতের বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, ওরেঞ্জ সিটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, লাতুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে।

ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন সদ্য ঘোষিত জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী অভিনেত্রী দীপান্বিতা মার্টিন, মোস্তফা মনওয়ার, প্রিয়াম অর্চিসহ আরো একঝাঁক প্রতিভাবান শিল্পী ও কলাকুশলী।