logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১১:১৩
মৃত্যুর মুহূর্তে চোখে ভাসে পুরো জীবন!
অনলাইন ডেস্ক

মৃত্যুর মুহূর্তে চোখে ভাসে পুরো জীবন!

একজন মানুষ মরে যাওয়ার শেষ মুহূর্তে কি দেখতে পান? কেমন বোধ করেন? তা পাশে থেকে উপলব্ধি করতে পারেন না অতি প্রিয়জনও। তবে বিজ্ঞানীরা বলছেন, একজন মানুষের অন্তিম মুহূর্তে চোখের সামনে ভেসে উঠতে পারে তার জীবনের পুরো চিত্র, সেটি ঘটতে পারে স্বপ্নের মতো করে।

কানাডার ভ্যাঙ্কুভারের একদল চিকিৎসাবিজ্ঞানী একটি মেডিকেল গবেষণার সময় ‘দুর্ঘটনাবশত’ এমন একটি বিষয় অনুধাবন করেছেন। এ নিয়ে একটি গবেষণাপ্রবন্ধ মঙ্গলবার প্রকাশ পেয়েছে ‘ফ্রন্টিয়ার্স ইন এইজিং নিউরোসায়েন্স’ জার্নালে।

গবেষকরা জানান, মৃগী রোগে আক্রান্ত এবং খুবই অসুস্থ ৮৭ বছরের এক ব্যক্তির ‘ব্রেইনওয়েভ’ রেকর্ড করছিলেন তারা। কিন্তু নিউরোলজিক্যাল রেকর্ডের সময় হঠাৎ করেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হন ওই ব্যক্তি। আর এতেই রেকর্ড হয়ে যায় তার মৃত্যুর মুহূর্তটি।

রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, মৃত্যুর আগমুহূর্তের ৩০ সেকেন্ড ওই ব্যক্তির মস্তিস্ক-তরঙ্গে কিছু ঘটেছে। সেটি স্বপ্ন বা পুরোনো স্মৃতি মনে করার মতো। অর্থাৎ শেষ মুহুর্তে শেষবারের মতো স্মৃতি ভেসে উঠেছে চোখের সামনে। এরই একপর্যায়ে থেমে গেছে মস্তিস্কের সব কার্যক্রম।

এ বিষয়ে গবেষকদলের অন্যতম ও প্রবন্ধের সহ-লেখক ড. আজমল জেমার বলেন, আমাদের এমন অভিজ্ঞতার বা এমন ঘটনা রেকর্ড করার কোনো পরিকল্পনা বা চিন্তাই ছিল না। তবে দুর্ঘটনাবশত এটি ঘটে গেছে।  

ইউনিভার্সিটি অব লুইসভিলের এই নিউরোসার্জন বলেন, আমরা যদি ফিলোসফিক্যালি চিন্তা করি, তবে আমরা ধারণা করতে পারি, মৃত্যুর মুহূর্তে মস্তিস্কে জীবনের একটি ফ্ল্যাশব্যাক ঘটে। এই স্মৃতিচারণ একেক ব্যক্তির জন্য একেক রকম হতে পারে। তবে এটা হতে পারে কোনো সুখের স্মৃতি। কারণ, আমরা সুখের স্মৃতিই বেশি ভাবি।

সূত্র: বিবিসি