logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:৪০
লুব-রেফের শেয়ার প্রতি আয় কমেছে ১১ শতাংশ
নিজস্ব প্রতিবেদক

লুব-রেফের শেয়ার প্রতি আয় কমেছে ১১ শতাংশ

ডিএসইর লোগো

পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব্রিকেন্ট কোম্পানি লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই ২১ থেকে ডিসেম্বর ২১) শেয়ার প্রতি আয় (ইপিএস) ১১ শতাংশ কমেছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের ছয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ দশমিক ৯০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ২ দশমিক ১৩ টাকা। এ হিসেবে ইপিএস শূন্য দশমিক ২৩ টাকা বা ১১ শতাংশ কমেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) ইপিএস হয়েছে ১ দশমিক শূন্য ২ টাকা। আগের অর্থবছর একই সময়ে যা ছিল শূন্য দশমিক ৮৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা বাড়ে শূন্য দশমিক ১৮ টাকা বা ২১ শতাংশ।