logo
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২২ ১৪:২৬
সীমান্তের ভেতরে প্রবেশ করেছে রাশিয়ান বাহিনী
ইউক্রেনে বোমা হামলায় নিহত ৭

ইউক্রেনে বোমা হামলায় নিহত ৭

ইউক্রেনের মারিওপোল এলাকায় আগুন। ২৪ ফেব্রুয়ারু। ছবি: রয়টার্স

ইউক্রেনের সামরিক স্থাপনার পাশের এলাকা পোডিলস্ক ও মারিওপোল এলাকায় রাশিয়ার বিমান বাহিনীর হামলায় দেশটির অন্তত ৭ জন নিহত হয়েছে। এরমধ্যে পোডিলস্কে ৬ জন এবং ও মারিওপোলে ১ জন নিহত হয়েছে।

আহত হয়েছেন আরো সাত জন। ইউক্রেনের পুলিশ সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানিয়েছে- ১৯ জন মানুষের এখনো খোঁজ মিলছে না।  -সূত্র: বিবিসি

এদিকে রুশ সেনাবাহিনীর বহর ইউক্রেনের উত্তরে চেরনিহিভ ও সুমি অঞ্চল দিয়ে এবং পূর্বাঞ্চলে লুহানস্ক ও খারকিভ অঞ্চল দিয়ে দেশটির ভেতরে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইউক্রেনের সীমান্ত রক্ষী বাহিনী, ডিপিএসইউ।

ডিপিএসইউ বলছে, কামানের গোলা চালানোর পর রুশ সেনাবাহিনী সীমান্তের ভেতরে আগ্রাসন শুরু করে।

সংস্থাটি জানিয়েছে, ইউক্রেনের সীমান্তরক্ষী ও সশস্ত্র বাহিনী ‘শত্রুকে প্রতিহত করতে সব পদক্ষেপ নিচ্ছে।’