logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:০২
ইউক্রেন সংকট: সংলাপে সমাধান চায় ঢাকা
নিজস্ব প্রতিবেদক

ইউক্রেন সংকট: সংলাপে সমাধান চায় ঢাকা

ইউক্রেনে রাশিয়ার হামলা। ছবি-ভয়েস অব আমেরিকা

সংলাপের মাধ্যমে ইউক্রেন সংকট সমাধানের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে ইউক্রেনে সাম্প্রতিক সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের এ ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে মারাত্মকভাবে প্রভাবিত করবে। তাই আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম, শত্রুতা বন্ধ ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে এ সংকট সমাধানের আহ্বান জানাই। আমরা ইউক্রেনে থাকা বাংলাদেশিদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে যেতে বলেছি।

পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে। আমরা সেখানে আটকেপড়া বাংলাদেশিদের দেশে অবিলম্বে প্রত্যাবাসনের জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি।

প্রত্যাবাসন প্রক্রিয়ার সুষ্ঠু সমন্বয়ের জন্য এরই মধ্যে ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল ও সম্পদ দিয়ে শক্তিশালী করা হয়েছে। সমস্ত কনস্যুলার সহায়তা বিনামূল্যে দেওয়া হবে।