logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ০৯:৪৬
বিশ্ব রাজনীতিতে ‘নয়া মেরুকরণ’
অধ্যাপক ড. দেলোয়ার হোসেন

বিশ্ব রাজনীতিতে ‘নয়া মেরুকরণ’

অধ্যাপক ড. দেলোয়ার হোসেন

সাম্প্রতিক সময়ে ইউক্রেনের অস্থিরতা বহু ঘটনার জন্ম দিয়েছে। চলমান সংকট ও যুদ্ধাবস্থায় বিশ্বে নতুন মেরুকরণের সৃষ্টি হলো। এর ফলে স্নায়ুযুদ্ধের নতুন প্রচেষ্টা প্রসারিত হয়েছে।

সার্বিক বিষয়ে ইউক্রেন চরম ক্ষকিগ্রস্ত হবে সত্য, তবে ইউক্রেনের এ শিক্ষা বিশ্বের অন্য দেশগুলোকে আত্মনর্ভিরশীল করে তুলবে সামনের দিনগুলোয়। দেশগুলো আরো অধিক পরিমাণে পশ্চিমাবিরোধী হয়ে উঠবে।

মূলত ইউক্রেন এখন পুরোপুরি ভেঙে গেছে। ইউক্রেনকে নিয়ে রাশিয়া কিংবা যুক্তরাষ্ট্র; এমনকি অন্য ক্ষমতাধর দেশগুলো বুঝেশুনে পা ফেলছে।

ইউক্রেনকে নিয়ে ন্যাটোর ভূমিকা বা যুক্তরাষ্ট্রের উদ্যোগের বিপরীতে রাশিয়া আরো কী কী ব্যবস্থা বা আগ্রাসী পন্থা গ্রহণ করে, সামনের দিনে সেটাই দেখার বিষয়।

আরেকটা প্রশ্ন আসছে সবার মাঝে- ‘ইউক্রেন কি পরবর্তী আফগানিস্তান?’ প্রকৃতপক্ষে আফগানিস্তান এবং ইউক্রেনের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা আলাদা। ভূ-প্রাকৃতিক বিষয় বা ভূরাজনৈতিক প্রশ্নে দেশ দুটিতে চলমান অস্থিরতা বা সংকট পরস্পরের বিপরীত।

আফগানিস্তানের অস্থিরতা মূলত ধর্মভিক্তিক এবং এক্ষেত্রে রাশিয়া, চীন বা আমেরিকার স্বার্থ বা দেশটিকে ঘিরে দেশগুলোর উদ্দেশ্য অন্যরকম প্রেক্ষাপটের ছিল।

অন্যদিকে ইউক্রেনের বেলায় বিষয়গুলো পুরোপুরি ভিন্ন। ইউক্রেনের অবস্থা সামনের দিনে কেমন হবে সে প্রশ্নে আমরা লিবিয়া ও সিরিয়ার দিকে তাকাতে পারি। এখনো দেখার বিষয়, সামনে কী ঘটে?