logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১০:৩৯
আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক

আফগানিস্তানকে ৩০৭ রানের টার্গেট দিল বাংলাদেশ

লিটন দাস ও মুশফিকুর রহিম। ছবি- এএফপি

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩০৬ রান করেছে বাংলাদেশ। সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে ক্রিজে ছিলেন মাহমুদুল্লাহ ও আফিফ হোসেন। মাহমুদুল্লাহ ৯ বলে করেছেন ৬ রান। আফিফ ১৩ রান করেছেন ১২ বলে।

৪৭তম ওভারের দ্বিতীয় ও তৃতীয় বলে লিটন দাস ও মুশফিকুর রহিমকে আউট করেন ফরিদ আহমদ। লিটন ১২৬ বলে করেন ১৩৬ রান। আর মুশফিক ৯৩ বলে করেন ৮৬ রান।

ফরিদের বলে লিটন ক্যাচ তুলে দেন মুজিব উর রহমানের হাতে; মুশফিকের ক্যাচ ধরেন ফজলহক ফারুকি।

এর আগে সাকিব আল হাসান আউট হন রশিদ খানের বলে এলবিডব্লিউ হয়ে। ৩৬ বলে তিনি করেন ২০ রান।

উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালও ফিরে যান এলবিডব্লিউ হয়ে। তিনি খেলেছেন ২৪ বল। ফজলহক ফারুকির বলে এলবিডব্লিউ হওয়ার আগে তামিম করেন ১২ রান।  

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টসে জয় পায় বাংলাদেশে। স্বাগতিক অধিনায়ক প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

তিন ম্যাচের এ সিরিজে আজ বাংলাদেশ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে। ফলে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করার সুযোগ আসবে।

অন্যদিকে সিরিজে টিকে থাকতে আফগানিস্তানের সামনে জয়ের বিকল্প নেই। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল অপরিবর্তিত রয়েছে। আফগানিস্তান দলে রয়েছে একাধিক পরিবর্তন।

বাংলাদেশ সময় বেলা ১১টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি।

প্রথম ম্যাচে আফগানিস্তান জয়ের দারুণ সুযোগ তৈরি করেছিল। কিন্তু বাংলাদেশের আফিফ ও মিরাজের দূর্দান্ত ব্যাটিং তাদেরকে হতাশায় ডোবায়। বাংলাদেশ পায় নাটকীয় জয়।

বাংলাদেশ: লিটন দাস, তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলী, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান: রহমাতুল্লাহ গুরবাজ, রিয়াজ হাসান, রহমত শাহ, হাসমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমদ ও ফজলহক ফারুকি।