বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ে এক পাড়াপ্রধান এবং তার চার ছেলেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে রুমা বাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে গালেঙ্গ্যা ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডের আবুপাড়ায় এই ঘটনা ঘটে।
রুমা থানার ওসি আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- আবুপাড়ার কারবারি (পাড়াপ্রধান) লকরুই ম্রো (৭০) এবং তার চার ছেলে রুনতুই ম্রো (৩৫), রেংঙি ম্রো (৩০), মেনওয়াই ম্রো (২৫) ও রিংরাও ম্রো (২০)।
ওসি আবুল কাসেম বলেন, ‘আমরা খবর পেয়েছি। পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। ওই এলাকায় নেটওয়ার্কের সমস্যার কারণে তথ্য পেতে দেরি হচ্ছে। ’
গালেঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘কারবারির পরিবার পাড়ার লোকজনের উপর জাদুটোনা করছিল বলে কথা ওঠে। তাতে পাড়ার লোকজন মারা যাচ্ছে- এমন গুজবও ছড়ানো হয়। সেই অভিযোগ তুলে পাড়ার লোকজনই তাদেরকে কুপিয়ে মেরে ফেলেছে।’
তবে এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, কারা ওই পরিবারের সদস্যদের হত্যা করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কিছু বলতে পারেনি পুলিশ।