logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৬:২৮
বাংলাদেশ দ্রুতই ফাইভ জি’তে প্রবেশ করবে: প্রধান তথ্য কর্মকর্তা
সিলেট ব্যুরো

বাংলাদেশ দ্রুতই ফাইভ জি’তে প্রবেশ করবে: প্রধান তথ্য কর্মকর্তা

বাংলাদেশ দ্রুতই ফাইভ জি’তে প্রবেশ করবে বলে জানিয়েছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মো.শাহেনুর মিয়া। গতকাল শুক্রবার সিলেট আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মো. শাহেনুর মিয়া বলেন, ‘যত দ্রুত সম্ভব আমরা ফাইভ জি চালু করতে চাই। এখন মানুষ অনলাইনের উপর নির্ভরশীল। প্রায় কাজই অনলাইনে করা হয়। এমনকি মানুষ এখন মুহূর্তে সংবাদ পেতে চায়। ঘটনাস্থল থেকে অফিসে গিয়ে নিউজ লিখে পাঠাতে গেলে অনেক সময় চলে যায়।’

তিনি আরো বলেন, ‘সংবাদমাধ্যমগুলো এখন আর প্রিন্ট বা টিভির মধ্যে সীমাবদ্ধ নেই। বর্তমান সরকার সাংবাদিকদের জন্য কাজ করছে। তথ্য মন্ত্রণালয় ইতোমধ্যে সাংবাদিকদের ডাটা সংগ্রহ করেছে।’

তথ্য অফিসার বলেন, ‘ধারাবাহিকভাবে অনলাইন সংবাদমাধ্যমগুলোকে নিবন্ধন করা হবে। নিবন্ধনের আগে বিভিন্ন তথ্য যাচাই-বাছাই করা হয়। চাইলেও দ্রুত সময়ে দেয়া সম্ভব হয় না। কারণ এখানে বিভিন্ন সমস্যা রয়েছে।’

তথ্যপ্রযুক্তির উন্নয়নের দিকগুলো বিবেচনা করে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে বাংলাদেশের সংবাদমাধ্যম পুরোটাই অনলাইনভিত্তিক হয়ে যাবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সিলেট আঞ্চলিক তথ্য অফিসের সহকারী উপ-পরিচালক মাসুম বিল্লাহ।

এ সময় বক্তব্য রাখেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার আহসানুল আলম। এ সময় সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।