logo
আপডেট : ২৫ ফেব্রুয়ারি, ২০২২ ১৭:৩৯
রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল অর্ধশতাধিক দোকান-বসতঘর
কক্সবাজার প্রতিনিধি

রোহিঙ্গা ক্যাম্পে পুড়ল অর্ধশতাধিক দোকান-বসতঘর

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগে অর্ধশতাধিক দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল শুক্রবার দুপুরে কুতুপালং টিভি টাওয়ারের পাশ্ববর্তী ৭ নম্বর ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে।

কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক এসপি নাঈমুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিকভাবে ১৪টি দোকান ও ৩০টির মতো ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। উখিয়া ও কক্সবাজার ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে গত ৯ জানুয়ারি উখিয়ার শফি উল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও প্রায় ১২শ’ ঘর পুড়ে যায়।

তারও আগে ২ জানুয়ারি উখিয়ার বালুখালী ২০ নম্বর ক্যাম্পে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা (আইওএম) পরিচালিত করোনা হাসপাতালে আগুন লাগে। ওই আগুনেও কেউ হতাহত হয়নি। তবে হাসপাতালের আইসোলেশন সেন্টারের ১৬টি কেবিন পুড়ে যায়।

একইভাবে ২০২১ সালের ২২ মার্চ উখিয়ার বালুখালীতে ক্যাম্পে লাগা আগুনে মৃত্যু হয় ১৫ রোহিঙ্গার। পুড়ে যায় ১০ হাজারের মতো ঘর।