ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, অস্ট্রেলিয়াসহ অনেক দেশ। ভিয়েতনামসহ আরো কিছু দেশ নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। রাশিয়া এসব দেশের বিরুদ্ধেও পাল্টা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছে। তবে সেই হুমকিতে নতুনত্ব যোগ করলেন রুশ মহাকাশ সংস্থা রসকসমসের প্রধান। তিনি হুমকি দিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) নাকি ইউরোপ-আমেরিকার ওপরও ভেঙে পড়তে পারে। এমনকি ভারত বা চীনের ওপরও আছড়ে পড়তে পারে ৫০০ টনের ওই আকাশ বর্জ্য।
ইউক্রেনে সর্বাত্মক আগ্রাসন শুরুর মধ্যেই বৃহস্পতিবার রসকসমসের মহাপরিচালক দিমিত্রি রগোজিন এক টুইটে এ হুমকি দেন।
আইএসএস পরিচালিত হয় যুক্তরাষ্ট্র, রাশিয়া, জাপান, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের মহাকাশ সংস্থাগুলোর যৌথ উদ্যোগে। ১৯৯৮ সালে পৃথিবীর কক্ষপথে এটি স্থাপন করা হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রের চারজন, রাশিয়ার দুই এবং এক জার্মান মহাকাশচারী আইএসএসে অবস্থান করছেন।
পরিচালক দেশগুলো সিদ্ধান্ত নিয়েছে, ২০৩০ সাল পর্যন্ত নিয়মিত কার্যক্রম চালিয়ে যাবে আইএসএস। পরের বছর অর্থাৎ ২০৩১ সালের শুরুর দিকে এটি ভেঙে প্রশান্ত মহাসাগরের একটি নির্দিষ্ট জায়গায় ফেলা হবে।
তবে যুদ্ধের মধ্যে সেটিকে ভেঙে ইউরোপ-আমেরিকায় ফেলার হুমকি দিলেন রসকসমসপ্রধান। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যরা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করায় তিনি হুমকি দিয়ে বলেন, ‘তোমরা কি আইএসএসে আমাদের সহযোগিতা বরবাদ করতে চাও।’
দিমিত্রি রগোজিন টুইটার বার্তায় বলেন, ‘তোমরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা বন্ধ করে দাও, তাহলে আইএসএসকে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপে আছড়ে পড়া থেকে কে রক্ষা করবে?’
রসকসমসপ্রধান টুইটে আরো বলেন, ৫০০ টনের ওই কঙ্কাল ভারত কিংবা চীনেও পড়তে পারে। এমন পরিস্থিতিতে তোমরা কীভাবে হুমকি দাও? আইএসএস উড়ে রাশিয়ায় আসবে না। তাই সবধরনের ঝুঁকি তোমাদেরই। তোমরা কি সেটির জন্য প্রস্তুত।’
রসকসমস প্রধানের এই ভিন্নরকম হুমকি ইউক্রেনে রুশ আক্রমণের মতোই সত্যি হয়ে গেলে, বিপদ সহজেই অনুমেয়।
সূত্র: এনডিটিভি ও স্পেস ডটকম।