ইউরোপা লিগে শেষ ষোলোর লড়াইয়ে বার্সেলোনা পেয়েছে গালাতাসারেকে। অন্যদিকে সেভিয়া মোকাবেলা করবে ওয়েস্ট হাম ইউনাইটেডকে। শুক্রবার রাতে নিওনে ইউরোপা লিগের ড্র অনুষ্ঠিত হয়।
বার্সেলোনা একাধিকবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলেও ইউরোপার শিরোপা এখন তাদের কাছে অধরা। স্প্যানিশ লিগের তৃতীয় দল হিসেবে এখন তাদের সামনে ইউরোপার শিরোপা জয়ের হাতছানি। এর আগে সেভিয়া ও ভিয়ারিয়াল স্প্যানিশ ক্লাব হিসেবে শিরোপা জয়ের কীর্তি গড়েছে।
লিওনেল মেসি চলে যাওয়ার পর থেকে বার্সেলোনার সময়টা ভালো যাচ্ছে না। তারই প্রভাব পড়েছে চ্যাম্পিয়ন্স লিগে। একাধিকবারের সাবেক চ্যাম্পিয়ন দলটি এবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব পার হতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে ২২ বছর পর তারা প্রথমবার গ্রুপ নক আউট পর্বে উঠতে পারেনি। তারই ফলে ২০০৪ সালের পর এবারই তারা ইউরোপা লিগে খেলছে। বাজে অবস্থায় থাকলেও জাভি হার্নান্দেজের দল এবার ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডের ফিরতি লেগে অ্যাওয়েতে নাপোলিকে ৪-২ গোলে হারিয়ে নক আউট জায়গা করে নেয়। গালাতাসারের বিপক্ষে নক আউট পর্বের প্রথম লেগ তারা নিজেদের মাঠে খেলবে। ফিরতি লেগ তারা তুরস্কে খেলবে।
ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়া মোকাবেলা করবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল ওয়েস্ট হাম ইউনাইটেডকে। ছয়বার শিরোপা জিতলেও প্রিমিয়ার এ দলটির বিপক্ষে সেভিয়া কখনও খেলেনি। তবে গত বৃহস্পতিবার ডায়নামো জাগরেবের কাছে হারলেও প্রথম লেগে বড় জয়ের সুবিধা কাজে লাগিয়ে সেভিয়া শেষ ষোলোতে পৌঁছে গেছে। আর তাই তো তারা আগামী ১৮ মে অনুষ্ঠিতব্য ফাইনালে খেলার স্বপ্নও দেখছে তারা। তবে পথটা যে সহজ নয় তা ভালো করেই জানেন সেভিয়ার স্পোর্টিং ডিরেক্টর মোঞ্চি।
সেভিয়ার এ কর্মকর্তা বলেন, ‘সম্ভবত আমাদের সবচেয়ে কঠিন দলের বিপক্ষে পড়েছি। তারা ইংলিশ প্রিমিয়ার লিগের শক্তিশালী দল। এ মৌসুমে তারা ভালো করছে। তাদের দলে চমৎকার কিছু খেলোয়াড় রয়েছে। তারা কৌশলগতভাবে যেমন শক্তিশালী তেমনি শারীরিকভাবেও। গ্রুপে আমরা ভাগ্যের তেমন সহায়তা পাইনি। ড্রতে যা হয়েছে তা দেখে খুশি হওয়ার মত কিছু ঘটেছে তা আমার মনে হয় না। ’
ইউরোপা লিগ গ্রুপিং
রেঞ্জার্স - রেড স্টার বেলগ্রেড
ব্রাগা - মোনাকো
পোর্তো- লিও
আটালান্টা- বেয়ার লেভারকুসেন
সেভিয়া- ওয়েস্ট হাম ইউনাইটেড
বার্সেলোনা- গালাতাসারে
আরবি লিপজিগ-স্পার্তাক মস্কো
রিয়াল বেতিস-আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট