logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১২:৫৩
এফডিসিতে আবারও নির্বাচনী উত্তাপ: দুপুরে ভোট গ্রহণ

এফডিসিতে আবারও নির্বাচনী উত্তাপ: দুপুরে ভোট গ্রহণ

আবার এফডিসিতে নির্বাচনী উত্তাপ, সদস্যদের মাঝে বেশ উৎফুল্লতা। ভোটের সময়টায় জমজমাট আড্ডা এবং একে অপরের সাথে দেখা হওয়াটা যেন উৎসবের আমেজ সৃষ্টি করে। চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের অনুষ্ঠিত হয় ২৮ জানুয়ারি।

তবে নির্বাচনের সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ খান ও নিপুণ আক্তারের মধ্যে আইনি লড়াই চলছে আদালতে। এমন সময়ে আবারও এই এফডিসিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেক নির্বাচন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০০। ভোটগ্রহণের আগে এদিন সকালে শুরু হয়েছে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)। ফিল্ম ক্লাবের এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটিতে নেতৃত্বে রয়েছেন আতিকুর রহমান লিটন, অন্যটিতে কামাল মো. কিবরিয়া।

সদ্য বিদায়ী সভাপতি ওমর সানি সমর্থিত আতিকুর রহমান লিটনের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মাহমুদুল হক পলাশ, মোজাহারুল ইসলাম ওবায়েদ, জাহিদ হোসেন, রফিকুল ইসলাম রনি, কামাল হাসান, মো. আব্দুল্লাহ জেয়াদ, মো. ফয়সাল, রাহা তানহা খান, মো. এনামুল হক শাহ, জাহাঙ্গীর সিকদার।

কামাল মো. কিবরিয়ার প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন- মো. সাফি উদ্দিন সাফি, এম এ কামাল, আজিজ আহমেদ পাপ্পু, জসিম আহমেদ, রশিদুল আমিন হলি, আনোয়ার হোসেন আনু, হানিফ আকন দুলাল, জাহান এম এ রহমান, নায়িকা রত্না কবির, নাবীন হোসেন, মীর মো. জাকির হোসেন মানিক, শাহ মো. আলমগীর বাচ্চু।

ফিল্ম ক্লাবের সদস্যরা ভোটের মাধ্যমে এক বছরের জন্য নেতা নির্বাচন করেন। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি সংগঠনটির নির্বাচন হওয়ার কথা থাকলেও তা আদালতের আদেশে স্থগিত ছিল।