logo
আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ১৫:৫৫
লকডাউনের আর প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

লকডাউনের আর প্রয়োজন হবে না: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন টিকা কার্যক্রম পরিদর্শন করছেন

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘লকডাউনের আর প্রয়োজন হবে না। টিকা কার্যক্রম ও মাস্ক পরাকে জোর দেওয়া হবে।’

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে মেহেরপুর স্টেডিয়াম মাঠে গণটিকা কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদর্শিতায় আমাদের দেশে পর্যাপ্ত টিকার মজুদ রয়েছে; যা বিশ্বের অনেক দেশ করতে ব্যর্থ হয়েছে। শুধু তা-ই নয়, বিনামূল্যে টিকা কার্যক্রমের পাশাপাশি করোনার পরীক্ষা ও চিকিৎসায়ও নজির স্থাপন করেছে বর্তমান সরকার। যার সুফল ভোগ করছে দেশবাসী।’

‘করোনার সংক্রমণ নেমে এসেছে পাঁচ শতাংশের নিচে। ফলে আগামীতে আর লকডাউন দেওয়ার প্রয়োজন হবে না। তবে সাধারণ মানুষকে মাস্ক পরতে হবে।

‘মেহেরপুর জেলার তিন উপজেলায় ৭২টি কেন্দ্রে প্রথম ডোজের এক লাখ সাত হাজার টিকা দেওয়া পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য বিভাগের’, বলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, সিভিল সার্জন ডা. জাওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলামসহ রাজনৈতিক নেতৃবৃন্দ।