রাশিয়ার হামলায় কাঁপছে ইউক্রেন; সঙ্গে নতুন করে আলোচনায় দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাষ্ট্রনায়ক হওয়ার আগে এই জেলেনস্কি ছিলেন রুপালি পর্দার নায়ক। অভিনয় করেছেন ৮টি সিনেমা ও ধারাবাহিকে।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এবিসি নিউজ, ভারতের দ্য ইকোনমিক টাইমসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়।
৪৪ বছর বয়সি রাষ্ট্রনায়ক তার ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসেবে। মাত্র ১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে তার অভিনয়ে হাতেখড়ি। ভলোদিমির জেলেনস্কিকে এরপর দেখা গেছে একাধিক টেলিভিশন শোতে। তখনই পেয়েছিলেন জনপ্রিয়তা।
এরপর সুযোগ পান সিনে পর্দায়। ২০০৯ সালে মুক্তি পায় তার প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’। এরপর একে একে অভিনয় করেছেন ‘অফিস রোম্যান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’সহ মোট আটটি সিনেমাতে।
২০১৮ সালের ডিসেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেওয়ার পর অভিনয় ছেড়ে দেন। তার সবশেষ সিনেমা ২০১৮ সালে মুক্তি পায়, নাম ‘আই, ইউ, হি, শি’।
সিনেমার পাশাপাশি ভলোদিমির জেলেনস্কি ২০১৫ সালে ‘সারভেন্ট অব দ্য পিপল’ এবং ২০১৭ সালে ‘স্ভ্যাতি’ শিরোনামের দুটি ধারাবাহিকে কাজ করেছিলেন।