বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন-আওয়ামী লীগ এখন লুটেরাদের দল। দখলদার এই লুটেরাদের ক্ষমতাচ্যুত করতে না পারলে দেশের মানুষের কষ্ট ও দুর্ভোগ কমানো সম্ভব হবে না। তাই দেশ প্রেমিক সকল শক্তিকে বর্তমান সরকার পতনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি'র এ সমাবেশ শুরু হয়েছে।
মির্জা ফখরুল বলেন, সর্ব ক্ষেত্রে অনিয়মের কারণে নিত্যপণ্যের দাম বেড়েছে। মানুষ সীমাহীন কষ্টে আছে। দ্রব্যমূল্য কমাতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেছেন, ভর্তুকি দেওয়া লাগবে না, শুধুমাত্র সর্বক্ষেত্রে আগ্রাসী মনোভাব ও অনিয়ম বন্ধ করলে নিত্যপণ্যের দাম স্বাভাবিক পর্যায়ে চলে আসবে।
তিনি বলেন, আওয়ামী লীগ যে লুটেরার দল তা বিএনপি'র কথা নয়। ১৯৭৪ সালের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী একই কথা বলে গেছেন।
এসময় অবিলম্বে পদত্যাগ করে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্যথায় গণআন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে।
গণতান্ত্রিক আন্দোলন বাধাগ্রস্ত করে কোন স্বৈরশাসক শেষ পর্যন্ত টিকে থাকতে পারেনি বলেও জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
একই সমাবেশে রাখা বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বর্তমান সরকারকে বিদায় করাই বিএনপির এখন একমাত্র লক্ষ্য। শেখ হাসিনার পরিবর্তে কেয়ারটেকার আর ইভিএম এর পরিবর্তে ব্যালট পেপার ছাড়া কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান তিনি।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামীতে কোনো ছলচাতুরি মেনে নেওয়া হবে না। দিনের ভোট রাতে করার সুযোগ দেওয়া হবে না। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও জীবনযাত্রার মান স্বাভাবিক করতে আগামীর আন্দোলনে সকলকে প্রস্তুতি নিতে আহ্বান জানান এই বিএনপি নেতা।
সমাবেশে স্থায়ী কমিটির অপর সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস উঠেছে। এদেশের সাধারণ মানুষ এখন সীমাহীন কষ্টে আছেন। বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারলেই চলমান অবস্থায় উত্তরণ ঘটবে বলেও মনে করেন তিনি।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ভোট চোরদের যত দ্রুত বিদায় করা যাবে ততই দেশের মঙ্গল হবে।
আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের টাকা এখন বিদেশে পাচার হচ্ছে। অথচ দেশের মানুষ না খেয়ে মরছে। এর দ্বারা প্রমাণিত হয় হাতে গোনা কিছু মানুষ ছাড়া জনসাধারণ ভালো নেই।