আপডেট : ২৬ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৫৯
নির্বাচন কমিশনারদের স্বাগত জানালো জাসদ
নিজস্ব প্রতিবেদক
নির্বাচন কমিশনে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল এবং অপর ৪ নির্বাচন কমিশনারকে স্বাগত জানিয়েছে জাসদ। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তাদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি।
শুভেচ্ছা বার্তায় তারা আশা প্রকাশ করে বলেন, নির্বাচন কমিশনের গঠনের আইন অনুযায়ী অনুসন্ধান কমিটির মাধ্যমে সুপারিশকৃত দশজন উপযুক্ত ব্যক্তির মধ্য থেকে মহামান্য রাষ্ট্রপতি কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার ও অন্য চারজন নির্বাচন কমিশনার দেশের সংবিধান ও আইনকে সমুন্নত এবং নির্বাচন কমিশনের মর্যাদা অক্ষুন্ন রেখে নির্বাচন কমিশনের ক্ষমতা এবং এখতিয়ার বলিষ্ঠভাবে প্রয়োগ করে আগামীতে তাদের মেয়াদকালে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনসমূহ সুষ্ঠুভাবে অনুষ্ঠানে সাফল্য লাভ করবেন।
কমিশনে নিয়োগপ্রাপ্ত অপর চার নির্বাচন কমিশনার হচ্ছেন মো. আলমগীর, আনিছুর রহমান, রাশিদা সুলতানা ও আহসান হাবীব খান।