ইউক্রেনের একের পর এক শহর দখলে নিচ্ছে রুশ বাহিনী। দেশটিতে আগ্রাসনের চারদিনের মাথায় আজ রোববার দক্ষিণাঞ্চলীয় কাখোভকা শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা। এদিন পূর্ব ইউক্রেনের খারকিভ শহরেও ঢুকে পড়েছে রুশ সেনাবাহিনী। আগের দিন ইউক্রেনের মেলিটপোল শহর দখলে নিয়েছে রাশিয়ার সেনারা।
এর মধ্যে রোববার সকালে দক্ষিণের শহর নোভা কাখোভকার মেয়র ভলোদমিরি কোভালেঙ্কো জানিয়েছেন, রুশ বাহিনীর হাতে তার শহরের পতন হয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, দক্ষিণের শহর খেরসন ও বেরদানস্ক দখলে নিয়ে রুশ বাহিনী।
অন্যদিকে খারকিভ শহরে রুশ সেনারা ঢুকে পড়েছে। রাশিয়ার সীমান্তবর্তী এই শহরটি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। বিষয়টি নিশ্চিত করে খারকিভ আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ বলেছেন, রুশ বাহিনীর সামরিক যান শহরে ঢুকে পড়েছে। শহরটিতে রুশ বোমার আঘাতে গ্যাস পাইপলাইন ধ্বংস হয়ে গেছে।
অন্যদিকে উত্তরের শহর ওখটিরকায় প্রচণ্ড হামলা শুরু করেছে রুশ বাহিনী। রোববার সকালে অন্তত শিশুসহ ৬ জন মারা গেছে হামলায়।
এদিকে রাজধানী কিয়েভে চলছে তুমুল লড়াই। ইউক্রেনীয় বাহিনী প্রতিরোধের দাবি করলেও রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ধ্বংস হচ্ছে একের পর এক স্থাপনা। বোমার বিস্ফোরণ আর বিমান হামলার সাইরেনে কাঁপছে নগরী। সকাল থেকে অন্তত ২৫০ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে কিয়েভে।
সূত্র: বিবিসি ও সিএনএন