logo
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২০:৫৮
ডিএসসিসির অভিযানে জমি উদ্ধার, ২ জনের জেল
নিজস্ব প্রতিবেদক

ডিএসসিসির অভিযানে জমি উদ্ধার, ২ জনের জেল

প্রতীকী ছবি

যাত্রাবাড়ীর চন্দনকোঠায় এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের সম্মুখে অভিযান পরিচালনা করেছে দক্ষিণ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ৩৫ শতক জমি উদ্ধার করা হয়। দুজনকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান এবং ৫ জনকে বিভিন্ন অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রবিবার (২৭ ফেব্রুয়ারি) ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুস সামাদ সিকদার এবং

করপোরেশনের সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামান অভিযান দুটি পরিচালনা করেন। প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. রাসেল সাবরিন এর নির্দেশনায় সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মুনিরুজ্জামানের

নেতৃত্বে নগর ভবনের অপরপাশের রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়। আবদুস সামাদ সিকদারের নেতৃত্বে সকাল থেকে ডিএসসিসির অঞ্চল-৫ এর ৫০ ওয়ার্ডের যাত্রাবাড়ীর চন্দনকোঠা পঞ্চায়েত কমিউনিটি সেন্টার সংলগ্ন ঈদগাঁ

মাঠ, বউ বাজার ও আশপাশের অন্যান্য ভূমি হতে সকল প্রকার অবৈধ স্থাপনা উচ্ছেদ পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ ঢালাই কারখানা, অবৈধ কাঁচাবাজার ও ২০টি অবৈধ আধা-পাকা বাড়ি গুঁড়িয়ে দেয়। অভিযানে

৩৫ শতক জায়গা উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযানপ্রসূত মালামাল স্পট নিলামে ৬০ হাজার টাকায় বিক্রি করা হয়। অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারী চলাচলে বিঘ্ন সৃষ্টি করে অস্থায়ী দোকান করায় দিপু ও মাসুদ রানা

নামের দুজনকে দণ্ডবিধির ১৮৬ নম্বর ধারায় সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান এ ছাড়া মোহাম্মদ ফারুক কাজী ও মোহাম্মদ নজরুল ইসলাম নামক ২ ব্যক্তিকে ৫ হাজার করে, মোহাম্মদ রবিনকে ১ হাজার, সবুজকে ২

হাজার এবং কামাল নামক অপর ব্যক্তিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, অবৈধ দখলদারদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান আছে এবং চলমান থাকবে।