logo
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২২ ২১:৫৩
পোল্যান্ডে পৌঁছেছেন ৪০০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক

পোল্যান্ডে পৌঁছেছেন ৪০০ বাংলাদেশি

এখন পর্যন্ত প্রায় ৪০০ বাংলাদেশি নিরাপদে ইউক্রেন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে পৌঁছেছেন। রোববার (২৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো বার্তায় এ তথ্য জানায়।

বার্তায় বলা হয়, এদের মধ্যে ৪৬ জন বাংলাদেশি ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থা করা অস্থায়ী আশ্রয়ে রয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে তাদের আশ্রয় দেওয়া হলেও বাকিরা তাদের নিজস্ব ব্যবস্থায়

তাদের পছন্দ অনুযায়ী বিভিন্ন স্থানে উঠেছেন। পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাস ও আইসিআরসি ২৮ বাংলাদেশি নাগরিককে (এখন পর্যন্ত) উদ্ধার ও স্থানান্তরের জন্য কাজ করছে।

এ ছাড়া আইওএম এর মাধ্যমেও অন্যান্য বাংলাদেশিরে সরিয়ে নেওয়ার জন্যও কাজ করছে।

অস্ট্রিয়া:

প্রায় ১৫ জন বাংলাদেশী শিক্ষার্থী হাঙ্গেরিতে পৌঁছেছেন। তাদের এখন ভিয়েনায় বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। আগামী কয়েক দিনের মধ্যে এই সংখ্যা আরো বাড়তে পারে। তারাও বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

রোমানিয়া:

এ পর্যন্ত তিনজন বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করেছে যাদের এখন বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস দেখাশোনা করছে। শিগগিরই আরো সাত বাংলাদেশি রোমানিয়ায় প্রবেশ করবে বলে আশা করা হচ্ছে। তারাও অবিলম্বে বাংলাদেশে ফিরতে ইচ্ছুক।

বাংলাদেশ সরকার তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করছে।