logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১০:২৬
রাশিয়ার জন্য বন্ধ ইউরোপের আকাশ
অনলাইন ডেস্ক

রাশিয়ার জন্য বন্ধ ইউরোপের আকাশ

ইউক্রেনে আগ্রাসনের দায়ে রাশিয়ার বিমানের জন্য ইউরোপের আকাশসীমা নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপিয়ান কমিশনের প্রধান উরসুলা ভন ডি’র লিয়েন এ ঘোষণা দিয়েছেন।  

এর আগে যুক্তরাজ্যও তার আকাশসীমায় রুশ বিমান চলাচলে নিষেধাজ্ঞা দেয়।

ইউরোপীয় কমিশন প্রধান উরসুলা বলেন, রাশিয়ার মালিকানাধীন, রুশ রেজিস্টার্ডভুক্ত অথবা রাশিয়া নিয়ন্ত্রিত যে কোনো আকাশযানের জন্য আমরা ইউরোপীয় ইউনিয়নের আকাশসীমা বন্ধ ঘোষণা করছি।

তার এ ঘোষণার ফলে রাশিয়ার কোনো বিমান ইইউভুক্ত কোনো দেশের আকাশ দিয়ে যেতে পারবে না, কোনো দেশে অবতরণ করতেও পারবে না।

ইইউর এ নিষেধাজ্ঞায় রাশিয়ার সবচেয়ে বড় এয়ারলাইন্স এরোফ্লট ইউরোপমুখী সব ধরনের ফ্লাইট বাতিল করেছে।

শুধু আকাশসীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞাই নয়, ইউরোপে রুশ গণমাধ্যমও নিষিদ্ধ করা হচ্ছে। কমিশন প্রধান বলেন, রাশিয়ার মালিকানাধীন স্পুৎনিক ও রাশিয়া টুডের নিউজ আউটলেট নিষিদ্ধ ঘোষণা করছে ইউরোপীয় ইউনিয়ন।

সূত্র: বিবিসি।