logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১১:০২
রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৬ হাজার
অনলাইন ডেস্ক

রাশিয়ায় যুদ্ধবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ৬ হাজার

ইউক্রেনে রুশ আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ চলছে খোদ রাশিয়ায়। মস্কোসহ ৫১টি শহরে যুদ্ধবিরোধী এসব বিক্ষোভ পরিণত হয়েছে পুতিনবিরোধী বিক্ষোভে। তবে এসব বিক্ষোভ কঠোর হাতে দমন করছে রুশ সরকার। চালানো হচ্ছে গণগ্রেপ্তার। এ পর্যন্ত প্রায় ৬ হাজার বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

মস্কোভিত্তিক নিরপেক্ষ পর্যবেক্ষক সংস্থা ওভিডি-ইনফো জানিয়েছে, রোববার একদিনেই মস্কোসহ বিভিন্ন শহর থেকে ২ হাজার ৬৫০ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরমধ্যে কেবল মস্কো থেকেই আটক করা হয়েছে ১১২৫ জনকে। 

এ নিয়ে গত বৃহস্পতিবার শুরু হওয়া বিক্ষোভ-আন্দোলন থেকে ৫৭৯৪ জনকে গ্রেপ্তার করেছে রুশ পুলিশ।

গত বৃহস্পতিবার থেকেই ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রুশ সেনারা। তখন থেকেই যুদ্ধবিরোধী বিক্ষোভও শুরু হয় ইউরোপসহ বিভিন্ন দেশে।

বিশেষ করে মস্কো ও সেন্ট পিটার্সবার্গে রোববার হাজার হাজার বিক্ষোভকারী জড়ো হন। তারা ‘যুদ্ধ নয়’, ‘ইউক্রেনে শান্তি চাই’, ‘রুশ সেনারা ঘরে ফিরে এসো’সহ বিভিন্ন যুদ্ধবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করে।

এদিন বার্লিনে যুদ্ধবিরোধী এক বিক্ষোভে জড়ো হন এক লাখের বেশি শান্তিপ্রিয় মানুষ।

সূত্র: সিএনএন ও আল জাজিরা।