logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৩:১১
পারলেন না মুশফিকও, বাংলাদেশ ১২১/৩
নিজস্ব প্রতিবেদক

পারলেন না মুশফিকও, বাংলাদেশ ১২১/৩

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিক। ছবি- ক্রিকইনফো

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ২৬.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২১ রান করেছে বাংলাদেশ। ব্যাট করছেন লিটন দাস ও ইয়াসির আলী। লিটনের সংগ্রহ ৮৫ বলে ৬৬ রান।

খেলার ২৭তম ওভারে আউট হয়েছেন মুশফিক। তিনি ১৫ বলে করেছেন ৭ রান। এর আগে ২২তম ওভারের চতুর্থ বলে আউট হয়েছেন সাকিব আল হাসান। তিনি ৩৬ বলে করেন ৩০ রান। আর ১১তম ওভারের প্রথম বলে ফিরে যান বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। ২৫ বলে তিনি করেছেন ১১ রান।

আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। দ্বিতীয় ম্যাচের মতো শেষ ম্যাচে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দল। এই ম্যাচ জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করার স্বাদ পাবে টাইগাররা। বাংলাদেশ সময় ১১টায় চট্টগ্রামে শুরু হয় ম্যাচটি।


টসের সময় তামিম জানিয়েছেন, আফগান দলে স্পিনারদের আধিক্য থাকার কারণেই মূলত আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কারণ উইকেটে ঘাস থাকলেও সারাদিনই এটি ব্যাটিংয়ের জন্য ভালো থাকবে বলে মনে করেন টাইগার অধিনায়ক।

সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটের স্মরণীয় এক জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি আফগানিস্তান। লিটন দাসের ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরির পর ৮৮ রানের বড় ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা।

আজকের ম্যাচটি জিতলে আফগানদের হোয়াইটওয়াশের পাশাপাশি ওয়ানডে র‌্যাংকিংয়েও ছয় নম্বরে উঠে যাওয়ার হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে।