মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৫টি পদের মধ্যে ১৩টি পদে বিজয়ী হয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
ভোট গণনা শেষে সোমবার সকাল আটটায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও মানিকগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আজিজ উল্লাহ।
এর আগে রোববার সকাল নয়টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। মোট ৫৯৩জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৫৭৯জন ভোটার।
জাতীয়তাবাদী প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সভাপতি জামিলুর রশিদ খান, সহ-সভাপতি হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক এ এফ এম নূরতাজ আলম বাহার, অর্থ সম্পাদক রেজাউল করিম রাজা, পাঠাগার সম্পাদক ফারুক মোল্লা, ক্রীড়া সম্পাদক সালেহ্ আকরাম আজম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শাহনাজ পারভীন বাচ্চা, হিসাব নিরীক্ষক আনোয়ার হোসেন ও জামাল উদ্দিন, কার্যকরী সদস্য জুয়েলুর রহমান জুয়েল, সোহেল রানা, জহিরুল ইসলাম ও ইমরান আরেফিন সানি।
অপরদিকে, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেল থেকে বিজয়ীরা হলেন- সহ সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ্ ও কার্যকরী সদস্য রানা আহাম্মেদ শান্ত।