logo
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২২ ১৮:৩৯
সিরিজ জিতলেও বাংলাদেশ হারালো ১০ পয়েন্ট
নিজস্ব প্রতিবেদক

সিরিজ জিতলেও বাংলাদেশ হারালো ১০ পয়েন্ট

হলো না। শেষ পর্যন্ত আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করা হলো না। সোমবার চট্টগ্রামে অনুষ্ঠিত সিরিজের ও তৃতীয় শেষ ম্যাচে ৭ উইকেটে জয় পেয়েছে সফরকারী আফগানিস্তান। এতে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে।
বাংলাদেশ এ ম্যাচেও টস জিতেছিল। কিন্তু আগের ম্যাচের মতো রানকে সমৃদ্ধ করতে পারেনি। লিটন দাসের হাফ সেঞ্চুরি করলেও অন্যরা ছিল ব্যর্থ। ফলে মাত্র ১৯২ রান আটকে গিয়েছিল বাংলাদেশ। এ রান আফগানিস্তান সহজে টপকে যায়। রহমানুল্লাহ গুরবাজের ১০৬ রানের সুবাদে ৪০.১ ওভারে আফগানিস্তান জয় তুলে নেয়।

সিরিজ জিতলেও একটা হতাশা ঠিকই ঘিরে ধরেছে বাংলাদেশকে। হোয়াইটওয়াশ করতে না পারার হতাশা তো রয়েছেই সে সঙ্গে রয়েছে ১০ পয়েন্ট হারানোর হতাশাও। প্রথম দুই ম্যাচে জয় পাওয়ার পর সিরিজ থেকে পুরো ৩০ পয়েন্ট পাওয়ার স্বপ্নে বিভোর ছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তা হলো না। পয়েন্ট না পেলেও আইসিসি বিশ^ কাপ সুপার লিগে বাংলাদেশ ঠিকই শীর্ষ স্থান ধরে রেখেছে। বাংলাদেশর পয়েন্ট ১০০। অন্যদিকে এ জয়ের ফলে আফগানিস্তান ৭০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এসেছ।