logo
আপডেট : ১ মার্চ, ২০২২ ০৯:৩৯
রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহর ঢুকছে কিয়েভে
অনলাইন ডেস্ক

রাশিয়ার ৪০ মাইল দীর্ঘ সেনাবহর ঢুকছে কিয়েভে

মাক্সার স্যাটেলাইটের প্রকাশিত রুশ সেনাবহরের দীর্ঘ সারি। ছবি: সিএনএন

৪০ মাইল দীর্ঘ রুশ সেনার গাড়ির বহর। পিঁপড়ের সারির মতো এগিয়ে যাচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে। এমনই চিত্র ধরা পড়েছে মার্কিন সংস্থা মাক্সার টেকনোলজিসের স্যাটেলাইটে।

কিয়েভের উত্তরাঞ্চলীয় শহর ইভানকিভ থেকে ধারণ করা এই ছবি সোমবার প্রকাশ করে মাক্সার। এদিন ছিল ইউক্রেনে রুশ হামলার পঞ্চমদিন। একদিকে হামলা চালিয়ে যাচ্ছিল রাশিয়া, অন্যদিকে বেলারুশে ইউক্রেন প্রতিনিধি দলের সঙ্গে বসেছিল শান্তি আলোচনায়।

ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় বসলেও যুদ্ধ থামায়নি রাশিয়া। এমনকি রাজধানী কিয়েভ দখলের পরিকল্পনায় এগোচ্ছিল রুশ সেনা।  

মাক্সার প্রথমে একটি ছবি প্রকাশ করে জানায়, কিয়েভের দিকে এগিয়ে যাচ্ছে রাশিয়ার সামরিক বহর। এই বহর ১৭ মাইল দীর্ঘ। একটু পরেই স্যাটেলাইট ছবি প্রকাশ করে জানানো হয়, বহরটি ১৭ নয়, দেখা যাচ্ছে ৪০ মাইল দীর্ঘ সারি। রুশ সেনাবহর ছুটছে কিয়েভের দিকে।

সূত্র: বিবিসি ও সিএনএন।