logo
আপডেট : ১ মার্চ, ২০২২ ১২:৩৮
ইউক্রেনে রুশ যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি
অনলাইন ডেস্ক

ইউক্রেনে রুশ যুদ্ধাপরাধ তদন্ত করবে আইসিসি

ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ তদন্ত করবে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। 

আইসিসির প্রধান প্রসিকিউটর ব্রিটিশ আইনজীবী করিম খান সোমবার এ কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব একটি উন্মুক্ত তদন্ত শুরু করবেন তিনি।

ইউক্রেনে যষ্ঠদিনের মতো আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়ার সেনাবাহিনী। রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা, বিমান থেকে বোমা হামলায় ধ্বংস হচ্ছে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহর। ঘটছে বেসামরিক মানুষের প্রাণহানি।

যুদ্ধ বন্ধের লক্ষ্যে সোমবার বেলারুশে কিয়েভ ও মস্কো বৈঠক করলেও তাতে কোনো সমাধান আসেনি। একদিকে বৈঠক হয়েছে অন্যদিকে চলেছে যুদ্ধ।

এমন পরিস্থিতিতে এক বিবৃতিতে আইসিসি প্রসিকিউটর করিম খান বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ উভয়ই সংঘটিত হচ্ছে বলে বিশ্বাস করার যৌক্তিক ভিত্তি রয়েছে।

তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ হল তদন্ত শুরু করার জন্য আদালতের অনুমোদন। অনুমোদন পেলেই তদন্ত শুরু করা যাবে।

জাতিসংঘের সাবেক সহকারী মহাসচিব করিম খান বলেন, ইউক্রেনে চলমান ঘটনাপ্রবাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি আমি। ইউক্রেনে যুদ্ধরত সবপক্ষকেই ধৈর্য্য ধরার ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের প্রতি শ্রদ্ধা দেখানোর আহ্বান জানাই।

২০০২ সালে প্রতিষ্ঠিত হেগ ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত যুদ্ধাপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং গণহত্যার তদন্ত ও বিচার করে থাকে।

সূত্র : গার্ডিয়ান।