logo
আপডেট : ১ মার্চ, ২০২২ ১৩:৩০
রুশ ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের ৭০ সেনা নিহত
অনলাইন ডেস্ক

রুশ ক্ষেপণাস্ত্রে ইউক্রেনের ৭০ সেনা নিহত

ধ্বংসস্তুপের ভেতরে চলছে উদ্ধারকাজ

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় অকথিরকা শহরে রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে দেশটির ৭০ সেনা নিহত হয়েছে। রোববার এ ঘটনা ঘটলেও দুইদিন পর তা প্রকাশ করেছেন স্থানীয় কর্মকর্তারা।

ইউক্রেনের সুমাই অঞ্চলের অকথিরকা শহরে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে রুশ গোলা আঘাত হানে। তবে ইউক্রেনের পার্লামেন্টে জানানো হয়েছে, ওটি ছিল গ্রাড ক্ষেপণাস্ত্র।

সুমাই রাজ্য প্রশাসনের কর্মকর্তা দিমিত্র জেইভিৎস্কি জানান, ওই হামলায় ইউক্রেনের সামরিক বাহিনীর একটি ইউনিট ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকারী ও স্বেচ্ছাসেবীরা হামলার পরদিন সোমবারও ধ্বংসস্তূপের ভেতর থেকে মৃতদেহ বের করে আনে।

টেলিগ্রাম অ্যাপে দেওয়া এক পোস্টে তিনি বলেন, অনেক মানুষ প্রাণ হারিয়েছেন। অন্তত ৭০ সেনা নিহত হয়েছে। তাদের জন্য কবর খোঁড়া হচ্ছে।

এ ঘটনায় রাশিয়ার বাহিনীও অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ দাবি করেছে, অকথিরকায় রাশিয়ার সেনাদের অসংখ্য লাশ পড়ে আছে। মৃতদেহগুলো রেড ক্রসকে নিয়ে যেতে বলা হয়েছে।

ইউক্রেনের পার্লামেন্ট অকথিরকায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে।

সূত্র: বিবিসি ও সিএনএন।