logo
আপডেট : ১ মার্চ, ২০২২ ১৭:৩০
রাশিয়ার ইউক্রেন আক্রমণের ষষ্ঠ দিন
রকেট হামলায় নিহত শতাধিক, ‘ভ্যাকুয়াম বোমা’ ব্যবহারের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক

রকেট হামলায় নিহত শতাধিক, ‘ভ্যাকুয়াম বোমা’ ব্যবহারের অভিযোগ

ইউক্রেনে রাশিয়ার আক্রমণের ষষ্ঠদিনেও চলছে ভয়াবহ হামলা। রুশ রকেট হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ ও পাশের ওখতিরকা । প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭০ জন ইউক্রেনীয় সৈন্যসহ অনেক বেসামরিক মানুষ। এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইউক্রেনে রাশিয়ার সম্ভাব্য যুদ্ধ্পরাধ তদন্ত করার ঘোষণা দিয়েছে।  আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে পাওয়া এই যুদ্ধের ষষ্ঠদিনের কিছু তথ্য ও চিত্র:

  • খারকিভ এবং কিয়েভের মাঝখানে অবস্থিত ওখতিরকা শহরের একটি সামরিক ঘাঁটিতে রাশিয়ার আর্টিলারির আঘাতে ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সৈন্য নিহত হয়েছে। এই দাবি করেছেন ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান।
  • রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের দ্বিতীয় শহর খারকিভে রকেট হামলা শুরু করেছে। এই হামলায় শত শত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল নিতে রাশিয়ার সৈন্যরা আবারো হামলা শুরু করেছে।
  • খারকিভে গোলাগুলিতে একদিনে তিন শিশুসহ অন্তত ৯ জন নিহত এবং ৩৭ জন আহত হয়েছে। শহরের মেয়র এই দাবি করেছেন।
  • ইউক্রেনের সাংবাদিক অ্যালিওনা পানিনা এবং শহরের মেয়রের মতে দক্ষিণ ইউক্রেনের খেরসন শহরটি রাশিয়ান সৈন্যরা ঘিরে ফেলেছে।
  • আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর এক ঘোষণায় বলেছেন, ‘তিনি ইউক্রেনে সম্ভাব্য যুদ্ধাপরাধ কিংবা মানবতার বিরুদ্ধে অপরাধের তদন্ত শুরু করবেন।’
  • রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, কিয়েভের উত্তর-পশ্চিম দিক থেকে ৪০ মাইল (৬৪ কিমি) দীর্ঘ রাশিয়ার সামরিক কনভয় ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে যাত্রা করছে। স্যাটেলাইট থেকে এই ছবি নেওয়া হয়।
  • ইউক্রেনের যুক্তরাষ্ট্রে নিয়োজিত রাষ্ট্রদূত ওকসানা মার্কারোভা দাবি করেছেন, রাশিয়া সোমবার ইউক্রেনে ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে।
  • ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার দাবি করছেন, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপ করবে এবং ইউক্রেনের সামরিক বাহিনীর জন্য আরও অস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
  • জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় দাবি করেছে এখন পর্যন্ত কমপক্ষে ১০২ জন নিহত এবং কমপক্ষে ৪০৬ জন বেসামরিক নাগরিক হতাহত হয়েছে।
  • কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন তাঁর দেশ ইউক্রেনের জন্য অত্যাধুনিক গোলাবারুদ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সমরাস্ত্র সরবরাহ করবে।
  • ইউক্রেনের প্রেসিডেন্ট খারকিভে হামলার পর রাশিয়ান ক্ষেপণাস্ত্র, বিমান এবং হেলিকপ্টার উড়া বন্ধ করতে নো-ফ্লাইং জোন করার আহ্বান জানিয়েছেন।
  • ভলোদিমির জেলেনস্কিও ইউক্রেনের ইইউতে যোগদানের জন্য একটি আনুষ্ঠানিক অনুরোধে স্বাক্ষর করেছেন। ইইউর একজন সিনিয়র কর্মকর্তা বলেছেন, ইইউ নেতারা মার্চে একটি অনানুষ্ঠানিক শীর্ষ সম্মেলনে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করতে পারেন।
  •