রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেছেন যে, কিয়েভ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী জেনেভায় পরমাণু নিরস্ত্রীকরণ বৈঠকে আরো বলেন ‘ইউক্রেনের পরমাণু অস্ত্র অর্জন করা একটি সত্যিকারের বিপদ যা মস্কোকে প্রতিহত করতে হবে।’
‘ইউক্রেনের কাছে এখনও সোভিয়েত ইউনিয়ন যুগের প্রযুক্তি এবং রসদ রয়েছে পরমাণু অস্ত্র তৈরি করার জন্য’ সের্গেই ল্যাভরভ এই দাবি করেন একটি পূর্ব-রেকর্ড করা বক্তৃতায়।
‘আমরা এই আসন্ন বিপদে প্রতিক্রিয়া জানাতে দেরি করতে পারি না।’ বলেন সের্গেই লাভরভ।
ফ্রান্স এবং যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা লাভরভের বক্তৃতার সময়ে রাশিয়ার আক্রমণের প্রতিবাদে ওয়াক-আউট করে সভাস্থল ছেড়ে চলে যান।
লাভরভের বক্তৃতার সময় সভাস্থল ছেড়ে যাওয়া কূটনীতিকরা ইউক্রেনের পতাকা ধরে ল্যাভরভের বক্তৃতার সময় পর্যন্ত সভার বাইরে একটি বৃত্তে আকারে দাঁড়িয়ে ছিল।
লাভরভের সশরীরে অধিবেশনে যোগ দেওয়ার কথা থাকলেও রাশিয়া তার বিমান পথ অবরুদ্ধ করার জন্য ইইউ রাষ্ট্রগুলোকে অভিযুক্ত করে সফরটি বাতিল করে।
সূত্র: আল জাজিরা