ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় প্রাণ-আরএফএল গ্রুপের কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন।
বুধবার (২ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার রামপুরর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে আছেন বিজয়নগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের তিনজন। তারা হলেন- মোর্শেদা বেগম (৫০), দুদু মিয়া (৬২) ও ফরিদ মিয়া (৪২)। নিহত অপর জন উপজেলার খাটিয়াঙ্গা গ্রামের হোসনে আরা খাতুন (৪৮)। আহত একজন সদর হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ওসি শাহজালাল আলম জানান, সকালে সিলেট অভিমুখী প্রাণ-আরএফএল গ্রুপের একটি কাভার্ড ভ্যান বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন।
ওসি জানান, এ ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে হোসনে আরাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ফরিদ মিয়াকে ঢাকা পাঠানো হয়। তবে পথেই মারা যান তিনি।
কাভার্ড ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন বলেও জানান ওসি।