logo
আপডেট : ২ মার্চ, ২০২২ ১৪:২১
গায়ক ইলিয়াসের আত্মসমর্পণের তারিখ পেছালো
আদালত প্রতিবেদক

গায়ক ইলিয়াসের আত্মসমর্পণের তারিখ পেছালো

গায়ক ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে স্ত্রী অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবহার করা যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগের মামলায় আত্মসমর্পণের তারিখ পিছিয়ে আগামী ২২ মার্চ ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আজ বুধবার (২ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর ভারপ্রাপ্ত বিচারক জুলফিকার হায়াতের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণের কথা থাকলেও ইলিয়াস অসুস্থ থাকায় উপস্থিত হতে পারেনি। এজন্য

তার পক্ষের আইনজীবীরা সময়ের আবেদন করেন। আদালত শেষবারের মত সময় মঞ্জুর করে আগামী ২২ মার্চ দিন ধার্য করেন। গত ২২ ফেব্রুয়ারি ইলিয়াস আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে

বিচারক বাদীর উপস্থিতিতে শুনানির জন্য এদিন ধার্য্য করেন। উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিন নেন ইলিয়াস। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চায়েছিলেন ইলিয়াস হোসাইন।

বাদী পক্ষের নাসিদুস জামান নিশান ও ঢাকা বারের নব নির্বাচিত সভাপতি মাহবুবুর রহমান শুনানিতে বলেন, ‘আসামিকে আইনজীবীর জিম্মায় জামিন দেওয়া হয়েছে, তার জামিনের মেয়াদ শেষ হয়েছে, বিচারক আদেশ

দিয়েছিলেন আজ উভয় পক্ষের উপস্থিতে শুনানি হবে কিন্তু আসামি আজ উপস্থিত হয়নি, আদালত অবমাননা করেছে তাই আমরা তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করছি। আমরা বিজ্ঞ আদালতে মেডিকেলে

ভর্তির কাগজ দাখিল করেছি।’ এ সময় বাদীর কাঠগড়ায় দাঁড়ানো সুবহা আদালতের অনুমতি নিয়ে কথা বলতে চাইলে বিচারক বলে আপনার পক্ষে আইনজীবী রয়েছেন তারা বলবে, আপনার বলার সুযোগ নেই।

সুবহার মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের সেপ্টেম্বরে সুবহার সঙ্গে ইলিয়াসের পরিচয় হয়। এরপর তাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১ ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের সময় সুবহার পরিবারের

পক্ষ থেকে ইলিয়াসের চাহিদা মোতাবেক ১২ লাখ টাকা মূল্যের রোলেক্স ব্রান্ডের ঘড়িসহ ১৫ লাখ ৭৫ হাজার টাকার পণ্য দেয়া হয়। কিন্তু এতেও ইলিয়াস সন্তুষ্ট হয়নি। এর মাঝে সুবহা জানতে পারে ইলিয়াসের একাধিক বিয়ে রয়েছে

এবং অসংখ্য প্রেমের সম্পর্ক চলমান। এরই মাঝে ইলিয়াস সুবহার কাছে ফ্ল্যাট কেনাবাবদ ৫০ লাখ এবং গাড়ীর জন্য আরো ৩০ লাখ টাকা যৌতুক দাবি করে।

অভিযোগে আরো বলা হয়, গত ৯ ডিসেম্বর ইউটিউব চ্যানেল কেনার জন্য সুবহার মায়ের কাছে আরো ১০ লাখ টাকা যৌতুক দাবি করে। তাকে আড়াই লাখ টাকা দেয় সুবহার পরিবার। পরবর্তীতে গত ২৭ ডিসেম্বর দুপুরে ফ্ল্যাট ও

গাড়ী কেনার জন্য ৮০ লাখ টাকার জন্য চাপ দেয়। এ নিয়ে তাদের মাঝে ঝগড়া হয়। এরই জেরে রাত ৮টার দিকে তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরদিন আবারো ৮০ লাখ টাকা যৌতুক চায়। এ টাকা দিতে অস্বীকৃতি জানালে

ইলিয়াস সুবহাকে কিল-ঘুষি-লাথি ও চুলের মুঠি ধরে মাথা দেয়ালের সঙ্গে ঠুকে জখম করে। ওই ঘটনায় গত ৩ জানুয়ারি বনানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় মামলাটি করেন সুবহা।