logo
আপডেট : ২ মার্চ, ২০২২ ১৬:৩৬
খারকিভে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত

খারকিভে রুশ হামলায় ২১ বেসামরিক নাগরিক নিহত

রুশ হামলায় জ্বলছে খারকিভ

ইউক্রেনের খারকিভ শহরে রাশিয়ার রকেট হামলা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। বুধবার (১ মার্চ) বাংলাদেশ সময় ভোর রাতের হামলায় শহরটিতে অন্তত ২১ জন নিহত এবং কমপক্ষে ১২২ জন আহত হয়েছে।
শহরের মেয়র ইহোর তেরেখোভ গণমাধ্যমে পাঠানো বিবৃতি এ তথ্য জানিয়েছেন।

অন্যদিকে, খারকিভের আঞ্চলিক রাজ্য প্রশাসনের গভর্নর ওলেহ সিনেগুবভ দাবি করেছেন, ‘রাশিয়ার সমস্ত আক্রমণ প্রতিহত করা হয়েছে এবং আমাদের অবস্থান আমরা ধরে রেখেছি।’

গভর্নর আরো দাবি করেন, ‘রাশিয়াও আমাদের হামলায় উল্লেখযোগ্য ক্ষতির সম্মুখীন হয়েছে।’

ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে ৭৫ মাইল দূরে অবস্থিত দেশটির আরেক শহর জাইটোমাইরেও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে কমপক্ষে দু’জন বেসামরিক লোক নিহত হয়েছে।

এই মিসাইলের লক্ষ্যবস্তু ছিল শহরের একটি বিমান ঘাঁটি। তবে মিসাইলটি ওই বিমান ঘাঁটির বদলে কাছাকাছি অবস্থিত একটি আবাসিক ভবনে আঘাত হানে।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় টুইটে বলেছে, এই হামলায় কমপক্ষে দুইজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। আন্তন গেরাশচেঙ্কো নামে একজন সরকারি কর্মকর্তা তার টেলিগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

তিনি দাবি করেছিলেন, ‘এই হামলায় এখন পর্যন্ত চারজন মারা গেছে এবং তাদের মধ্যে একজন শিশুও আছে।’

ইউক্রেন সরকারের ফেসবুক এবং টেলিগ্রাফ অ্যাকাউন্টে বিস্ফোরণের পরের ঘটনা শেয়ার করেছে।

ভিডিওতে দেখা যাচ্ছে যে, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে বেঁচে যাওয়া লোকদের বের করার জন্য দৌড়ঝাঁপ করছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইটে দাবি করেছে, এই বিল্ডিংয়ের মধ্যে একটি ‘মেটারনিটি হোম’ ছিল। বিবিসি