logo
আপডেট : ২ মার্চ, ২০২২ ১৯:২৬
আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২
নিজস্ব প্রতিবেদক

আরো ৮ জনের মৃত্যু, শনাক্ত ৭৩২

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৭৩২ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৪ জন।

বুধবার (২ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৭১৬টি নমুনা পরীক্ষায় ৭৩২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার কমেছে, এখন ৩ দশমিক ২২ শতাংশে নেমেছে।

মৃত ৮ জনের মধ্যে মধ্যে তিন জন পুরুষ ও পাঁচ জন নারী। পাঁচ জন সরকারি হাসপাতালে এবং তিন জন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এর মধ্যে ঢাকায় ৩ জন, রাজশাহীতে ১ জন, বরিশাল ও রংপুরে ২ জন করে মারা গেছেন। মৃতদের একজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে, তিন জনের  ৫১ থেকে ৬০ বছর, দুইজনের ৬১ থেকে ৭০ বছর, একজনের ৭১ থেকে ৮০ বছর এবং একজনের ৮১ থেকে ৯০ বছর এর মধ্যে।

দেশে এ পর্যন্ত মোট ১৯ লাখ ৪৫ হাজার ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১৮ লাখ ২৮ হাজার ৯৪৯ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫৩ জনের।