logo
আপডেট : ৩ মার্চ, ২০২২ ০৯:১৯
ইউক্রেনের আবাসিক এলাকায় বোমা হামলা বাড়িয়েছে রাশিয়া

ইউক্রেনের আবাসিক এলাকায় বোমা হামলা বাড়িয়েছে রাশিয়া

খারকিভ শহরের কেন্দ্রস্থল। ছবি- বিবিসি

সাতদিনের মাথায় এসে ইউক্রেনের বিভিন্ন শহরের আবাসিক এলাকাগুলোয় রাশিয়ার বোমা হামলা জোরদার হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

বৃহস্পতিবার (৩ মার্চ) লাইভ আপডেটে বিবিসি আরো জানিয়েছে, ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর খারসন দখল করেছে রাশিয়ার সৈন্যরা। সেখানকার মেয়র এ তথ্য জানিয়েছেন।

খারসন হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ শহর যেটি রাশিয়ার সৈন্যরা দল করে নিয়েছে। শহরের মেয়র জানিয়েছেন, রাশিয়ার সৈন্যরা সিটি কাউন্সিল ভবনে জোরপূর্বক প্রবেশ করেছে এবং বাসিন্দাদের ওপর কারফিউ জারি করেছে। বিবিসির যাচাই করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, খারসন শহরের কেন্দ্রস্থলে রাশিয়ার সৈন্যরা রয়েছে।

অন্যদিকে ইউক্রেনের বাহিনী বলছে, রাশিয়ার প্যারাট্রুপার খারকিভ শহরে নেমেছে। সেখানকার রাস্তায় ইউক্রেনের সৈন্যদের সাথে রাশিয়ার সৈন্যদের লড়াই চলছে।

মারিওপোল এবং খারকিভ শহর ঘিরে রেখেছে রাশিয়ার সৈন্যরা। মারিওপোল শহরের ডেপুটি মেয়র বলেছেন, শহরটিতে ১৫ ঘণ্টার বেশি সময় ধরে একটানা বোমাবর্ষণ করা হয়েছে। ফলে সেখানকার পরিস্থিতি এখন মানবিক বিপর্যয়ের কাছাকাছি।

একটি আবাসিক অঞ্চলে কয়েকশ মানুষ নিহত হয়েছে বলে ডেপুটি মেয়র আশংকা করছেন। নিহতদের মধ্যে তার বাবাও রয়েছেন।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের জরুরি অধিবেশনে ইউক্রেনে হামলার নিন্দা জানিয়ে প্রস্তাব পাস হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রথমবারের মতো স্বীকার করেছে, ইউক্রেনে হামলায় তাদের ৪৯৮ জন সৈন্য মারা গেছে।