logo
আপডেট : ৩ মার্চ, ২০২২ ১৫:৫৮
মাহমুদউল্লাহও এলবিডব্লিউর ফাঁদে, বাংলাদেশ ৮১/৪
নিজস্ব প্রতিবেদক

মাহমুদউল্লাহও এলবিডব্লিউর ফাঁদে, বাংলাদেশ ৮১/৪

মাহমুদউল্লাহ রিয়াদ। ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি ম্যাচে ১১ ওভারে ৪ উইকেটে ৮১ রান করেছে বাংলাদেশ।

ব্যাট করছেন লিটন দাস ও আফিফ হোসেন। লিটনের সংগ্রহ ২৯ বলে ৪২ রান।

খেলার ১১তম ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৭ বলে করেছেন ১০ রান।

খেলার অষ্টম ওভারে রহমানের চতুর্থ বলে ক্যাচ আউট হন সাকিব আল হাসান। এর আগে ৬ বল খেলে ৫ রান করেন তিনি।

এর আগে দুই ওপেনার মুনিম শাহরিয়ার ও মোহাম্মদ নাইম এলবিডব্লিউ হয়ে ফিরে যান সাজঘরে। মুনিম শাহরিয়ার করেন ১৮ বলে ১৭ রান। তাকে ফেরান রশিদ খান।

খেলার তৃতীয় ওভারের প্রথম বলে ফজলহক ফারুকীর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান মোহাম্মদ নাঈম। তিনি ৫ বলে করেন ২ রান।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম টি টোয়েন্টি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এই টি টোয়েন্টির মাধ্যমে বাংলাদেশ দলে অভিষেক হয়েছে দুইজনের। তারা হলেন- গত বিপিএল কাঁপানো মুনিম শাহরিয়ার ও ইয়াসির আলী।

তবে এই ম্যাচ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম। ম্যাচের আগে জানা যায়, তার খেলা হচ্ছে না।

বুধবার অনুশীলন করার সময় আঙুলে চোট পান মুশফিক। শততম টি-টোয়েন্টি খেলার অপেক্ষা বাড়ল তার।

টস জিতলে ব্যাটিং নিতেন আফগানিস্তান অধিনায়ক মোহাম্মদ নবীও।

উইকেট নিয়ে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ বলেন, উইকেট ভালো মনে হয়েছে। আগে ব্যাট করতে পারলে স্কোরবোর্ড সমৃদ্ধ হবে। সে জন্যই আগে ব্যাটিং করা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। টি টোয়েন্টি সিরিজেও লক্ষ্য ট্রফি উচিয়ে ধরা। অন্যদিকে ওয়ানডের বদলা নিতে প্রস্তুত আফগান শিবির।