logo
আপডেট : ৪ মার্চ, ২০২২ ১৬:৪৮
বেড়েছে পেঁয়াজের ‘ঝাঁজ’, মরিচেও ‘ঝাল’ বেশি
সুজন মোহন্ত, কুড়িগ্রাম

বেড়েছে পেঁয়াজের ‘ঝাঁজ’, মরিচেও ‘ঝাল’ বেশি

কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে একজন বিক্রেতা পেঁয়াজ বিক্রি করছেন

হুট করেই কুড়িগ্রামের বাজারগুলোতে বেড়েছে পেঁয়াজের ‘ঝাঁজ’। একই সঙ্গে বাজারগুলোতে মরিচের ‘ঝাল’ বেশি থাকায় বিপাকে ক্রেতারা। মূলত একদিনের ব্যবধানে পেঁয়াজ ও মরিচের দাম কেজিতে ১৫ টাকা করে বেড়েছে।

শুক্রবার (৪ মার্চ) কুড়িগ্রাম শহরের জিয়া বাজারে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

ওই বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ কেজিতে ১৫ টাকা বেড়ে ৪৬ টাকায় বিক্রি হচ্ছে; যা গত বৃহস্পতিবার পর্যন্ত প্রকার ভেদে ৩১-৩৫ টাকায় বিক্রি হয়েছিল। আর পাঁচ কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০০ টাকায়; যা একদিন আগেও ২৬৫-২৮০ টাকায় বিক্রি হয়েছে।

পেঁয়াজ কিনতে আসা মাসুদ রানা বলেন, ‘গত সপ্তাহে ৩১ টাকা কেজিতে পেঁয়াজ কিনলাম। আজ সেই পেঁয়াজ ৪৬ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। টাকা না থাকায় পরিমাণে অল্প কিনলাম।’

আরেক ক্রেতা আরিফুল ইসলাম বলেন, ‘বাজারে দ্রব্যমূল্যের দাম হুট করে বাড়ছে। এতে আমাদের মতো স্বল্প আয়ের মানুষদের বাজার করতে খুব কষ্ট হচ্ছে। বাজার মনিটরিং করার মতো কাউকে চোখে পড়ছে না।’

পেঁয়াজের দাম বাড়ার বিষয়ে কুড়িগ্রাম জিয়া বাজারের খুচরা বিক্রেতা সাইদুল হোসেন বলেন, ‘শুক্রবার সকালেও প্রতি কেজি পেঁয়াজ পাইকারিতে আট টাকা বেশি দিয়ে কিনেছি। তাই সীমিত লাভ রেখে বিক্রি করছি।’

আরেক খুচরা বিক্রেতা ভোলা সেন বলেন, ‘বড় ব্যবসায়ীরা বলেন পেঁয়াজের আমদানি নাই। এ জন্য দাম বেড়েছে।’

অন্যদিকে একই বাজারে ১৫ টাকা বেড়ে এক কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৬০ টাকায়।

এ বিষয়ে কাঁচা মরিচের খুচরা ব্যবসায়ী আফজাল হোসেন বলেন, ‘আমরা বেশি দামে কিনি, তাই মরিচের দাম বেশি।’