logo
আপডেট : ৪ মার্চ, ২০২২ ১৮:৫৭
পোল্যান্ড পৌঁছেছে ৬ শতাধিক, আটকে আছে আরো ১০০ বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক

পোল্যান্ড পৌঁছেছে ৬ শতাধিক, আটকে আছে আরো ১০০ বাংলাদেশি

পোল্যাণ্ডের জাতীয় পতাকা

ইউক্রেন থেকে সীমান্ত পাড়ি দিয়ে পোল্যান্ড পৌঁছেছে ৬ শতাধিক বাংলাদেশি। আরো প্রায় ১০০ বাংলাদেশি আটকে থাকতে পারে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন শুক্রবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ তথ্য দেন।

তিনি জানান, ইউক্রেনে যারা এখনো আছেন, তাদের বেশির ভাগেরই সেখানে পরিবার আছে। তারা হয়তো ইউক্রেন ছাড়বেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, ইউক্রেনে কিছু পকেট আছে, যেখানে বাংলাদেশিরা থাকতে পারেন। আমরা সেখানকার ভারতীয় দূতাবাসকে অনুরোধ জানিয়েছি, ভারতীয়দের উদ্ধারের সময় যদি বাংলাদেশি

কেউ থাকে, তাকেও যেন সঙ্গে নেওয়া হয়। ইউক্রেনে যুদ্ধের ফলে রূপপুর প্রকল্পে কোনো প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় আটকে পড়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের পণ্যবাহী জাহাজ ‘বাংলার সমৃদ্ধি’ -তে গেল বুধবার রাত প্রায় ৯ টা ২৫ মিনিটে রকেট হামলায়

জাহাজটির থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান (২৯) নামে একজনের মৃত্যু হয়েছে।