কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে তিনি মারা যান বলে বলে জানা গেছে।
শুক্রবার (৪ মার্চ) রাতে প্রভাবশালী সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট এবং স্কাই স্পোর্টস এ তথ্য নিশ্চিত করেছে।
হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অস্ট্রেলিয়ার সাবেক এই লেগ স্পিনার মারা গেছেন বলে জানিয়েছে ফক্স ক্রিকেট।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, থাইল্যান্ডে মারা গেছেন শেন ওয়ার্ন। ধারণা করা হচ্ছে, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।
শেন ওয়ার্নকে অচেতন অবস্থায় তাঁর ভিলায় পাওয়া গেছে। মেডিকেল স্টাফের সর্বোচ্চ চেষ্টার পরও তাঁকে বাঁচানো যায়নি। এ সময়ে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছে পরিবার।
শেন ওয়ার্ন ১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন, যা টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ। ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছিলেন তিনি।
ওয়ার্ন ১৯৯৯ সালের বিশ্বকাপ ফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন।