logo
আপডেট : ৫ মার্চ, ২০২২ ১৯:০৭
ইউক্রেনে বাংলাদেশিদের প্রতি বিরূপ মনোভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক প্রতিবেদক

ইউক্রেনে বাংলাদেশিদের প্রতি বিরূপ মনোভাব রয়েছে: পররাষ্ট্রমন্ত্রী

সি এম তোফায়েল সামির স্মরণসভায় বক্তব্য রাখছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, 'ইউক্রেনে আটকেপড়া বাংলাদেশিদের প্রতি বিরূপ মনোভাব রয়েছে। সেখানে থাকা বাংলাদেশির প্রতি বিরূপ আচরণ করা হচ্ছে।’

শনিবার (৫ মার্চ) জাতীয় প্রেসক্লাবে সিলেট রত্ম ফাউন্ডেশন আয়োজিত মরহুম সি এম তোফায়েল সামী'র স্মরণ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পাঁচ বাংলাদেশিকে মানবঢাল হিসেবে আটকে রেখে দেওয়া ও নির্যাতন করা হচ্ছে এমন একটি ভিডিও রাশিয়া দূতাবাসের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে। এই ভিডিওর প্রসঙ্গে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করেন পররাষ্ট্রমন্ত্রীর। জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমি জানি না, এ বিষয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি। আমাদের দূতাবাস কর্মকর্তারা বিষয়টি খতিয়ে দেখবেন।'

তিনি বলেন, 'ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের মধ্যে যাদের তথ্য আমরা জানতে পেরেছি, তাদেরকে নিরাপদে পোল্যান্ড ও রোমানিয়ায় ফিরিয়ে নিয়েছি এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে।'

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প ও রাশিয়ার সঙ্গে ব্যাংক লেনদেন বন্ধ হবার সম্ভাবনা রয়েছে কি না এমন এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, 'এটি আমি জানি না । এ সম্পর্কে বলার সময় এখনো আসেনি।'

আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই উল্লেখ করে তিনি বলেন, 'এজন্যই তো আমরা জাতিসংঘে ভোটদান থেকে বিরত থেকেছি।'

এসময় বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ইউক্রেন থেকে এক বাংলাদেশি এক নাগরিককে ভারত উদ্ধার করেছে এবং দেশটিতে আটকে পড়া অপর বাংলাদেশিদের উদ্ধারে ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি।

এর আগে মরহুম সি এম তোফায়েল সামী'র স্মৃতিচারণ করতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তোফায়েল সামী সব সময় মানুষের মঙ্গলের জন্য কাজ করেছেন। তার মৃত্যুতে সিলেট আলোকিত মানুষকে হারিয়েছে।