logo
আপডেট : ৫ মার্চ, ২০২২ ২১:০৩
‘খালেদা জিয়া মুক্তিযোদ্ধা তা ফখরুলকে প্রমাণ করতে হবে’
মানিকগঞ্জ প্রতিনিধি

‘খালেদা জিয়া মুক্তিযোদ্ধা তা ফখরুলকে প্রমাণ করতে হবে’

বক্তব্য দিচ্ছেন মোজাম্মেল হক

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল দাবি করেছেন বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা ও তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা। যুদ্ধের সময় বেগম খালেদা জিয়া ৯ মাস ক্যান্টনমেন্টে ছিলেন একথা সবাই জানে। যুদ্ধের সময় দুই ধরনের নারী ক্যান্টনমেন্টে ছিলেন। এক ধরনের নারী স্বেচ্ছায়, আর এক ধরনের নারীকে জোর করে ধরে নিয়ে নির্যাতন করা হতো। তাহলে বেগম খালেদা জিয়া কীভাবে মুক্তিযোদ্ধা হন তা মির্জা ফখরুলকে প্রমাণ করতে হবে।’

শনিবার (৫ মার্চ) দুপুরে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ঢাকা পশ্চিম অঞ্চলের বীর মুক্তিযোদ্ধাদের দিনব্যাপী মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মোজাম্মেল হক আরও বলেন, ‘মুক্তিযোদ্ধাদের ডিজিটাল পরিচয়পত্র ও সনদ আগামী ২৬ মার্চ থেকে দেওয়া শুরু হবে। মুক্তিযোদ্ধাদের কবর সংরক্ষণ করা হবে। একই ডিজাইনে সারাদেশেই কবর করা হবে। মামলার কারণে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন বন্ধ ছিল। এখন মামলা নেই। তাই শিগগিরই মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন দিয়ে দেওয়া হবে।’

অনুষ্ঠানে অংশ নেন- স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর বিক্রম), আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীরমুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি, এাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম প্রমুখ।

সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, সংসদ সদস্য মমতাজ বেগমসহ দেশের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এছাড়া লাঠি খেলা, সাপ খেলাসহ বিভিন্ন শিল্প গোষ্ঠী নৃত্য পরিবেশন করে।