বিশ্বের নজর এখন ইউক্রেনে, রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় প্রাণহানি আর ধ্বংসযজ্ঞের খবরে। ইউক্রেনে আগ্রাসনের জেরে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার চলছে তুমুল দ্বন্দ্ব। তবে যুদ্ধের ডামাডোলের মধ্যেই চাঁদের বুকে আঘাত হানলো কোন দেশ! কোন দেশের রকেট! রাশিয়া, যুক্তরাষ্ট্র নাকি চীন?
দায় কেউ স্বীকার না করলেও চাঁদের বুকে আঘাত হেনেছে একটি রকেট। তিন টন ওজনের পরিত্যক্ত এই রকেটের আঘাতে চাঁদের গায়ে তৈরি হয়েছে ছোট্ট ক্ষত, ধুলায় আচ্ছন্ন হয়েছে চাঁদের আকাশ।
বিজ্ঞানীরা বলছেন, আনুমানিক শুক্রবার সকালের দিকে রকেটটি আঘাত হেনেছে। এটি কোনো রকেটের বিচ্ছিন্ন অংশও হতে পারে। তবে এই আঘাতে ক্ষয়ক্ষতি কতটা তা জানা যাবে দুই একদিনের মধ্যেই।
রকেটের এই বিচ্ছিন্ন অংশটি পৃথিবী থেকে প্রথম নজরে আসে ২০১৫ সালে। অ্যারিজোনায় নাসার অর্থায়নে চলমান একটি মহাকাশ সার্ভে প্রথম ভেবেছিল, এটি একটি গ্রহাণু। পরে যখন দেখা গেল, গ্রহাণু নয়, ছুটছে কোনো রকেটের পরিত্যক্ত অংশ, যা জ্বালানি ফুরিয়ে পৃথিবীতে ফেরার শক্তি হারিয়েছে।
মহাকাশ আবর্জনা ভেবে তাতে আর নজর রাখেননি বিজ্ঞানীরা। তবে সম্প্রতি ধরা পড়ে, ওটি কোনো পরিত্যক্ত রকেট। এটি ঘণ্টায় সাড়ে পাঁচ হাজার মাইল বেগে ছুটছে চাঁদের দিকে।
বিজ্ঞানীদের ধারণা, এটি শুক্রবার ১২:২৫ জিএমটিতে আঘাত হেনেছে চাঁদের দূরবর্তী পৃষ্ঠে, যা পৃথিবী থেকে দেখা যায় না।
বিজ্ঞানীরা প্রথমে ভেবেছিলেন, এটি ইলন মাস্কের স্পেসএক্স কোম্পানির কোনো ব্যর্থ রকেট। তবে পরে তারা দাবি করেন, এটি চীনের কোনো রকেট। কারণ, চীনই তাদের কোনো রকেটের গতিপথ প্রকাশ করে না। যদিও রকেটটি তাদের নয় বলে অস্বীকার করেছে চীন।
সূত্র: বিবিসি ও সিএনএন।